বোরখা পর্দা না হয়ে কি ফ্যাশন হয়ে যাচ্ছে...? চলতি পথ- ঢাকা-১!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৭:৫৬ দুপুর

>>পর্দার জন্যই বোরখা যদি কেউ পর্দা করতে-ই চায় তবে সেভাবেই তা করা উচিত বলে মনে করি! কিন্তু প্রায়-ই দেখা যাচ্ছে অনেকে বোরখাটাকে ফ্যাশন হিসেবে ব্যবহার করছে! টাইট- ফিট বোরখা, বোরখা আছে, মাথায় হিজাব আছে কিন্তু বুকে ওড়না নেই...! আরো আছে......... !

>>এবার আমি যা দেখলাম- ঢাকা যাওয়ার পথে বাস আটকা পড়েছিল বগুড়াতে হরতালের কারনে, সে সময় অনেকেই বাস থেকে নেমে বাইরে ঘোরা- ফেরা করছিল, তখন-ই দেখলাম এক মেয়ে লং স্কার্ট পড়েছে , স্কার্ট ফ্যাশনেবল আর বোরখা পড়েছে হাঁটু পর্যন্ত, তাই তার স্কার্টের হাঁটু থেকে নীচ পর্যন্ত অংশ বোঝা যাচ্ছে, মাথায় হিজাব! দেখে মনে হল- মেয়েটি যে লং স্কার্ট পড়েছে সেটা সে দেখাতে চায়, তাই বোরখা হাঁটু পর্যন্ত! মেয়েটিকে অশালীন না লাগলেও এ ধরনের পোশাকে তাকে কি রকম অদ্ভুদ যেন লাগছিলো... আজিব কারবার!

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263630
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
207299
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ !
263632
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
ইসলামী দুনিয়া লিখেছেন : বর্তমানে ছেলেদের আকৃষ্ট করার আজব পোষাক।
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
207300
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কি জানি! হতে পারে!
263694
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
মামুন লিখেছেন : ঠিকই বলেছেন। অনেক মেয়েকে শুধুমাত্র বোরকার কারনেও আকর্ষনীয় মনে হয়। তবে সেই বোরকার আসল উদ্দেশ্য কি থাকলো?
মেয়েদেরকে যেন কোনোভাবেই পরপুরুষের চোখে আকর্ষনীয় না দেখা যায়, এজন্যইতো বোরকা পরিধানের বিধান।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
অনেক শুভেচ্ছা। Rose Rose Rose Good Luck
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
207301
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু সেটাই বলতে চেয়েছি ভাই! ভাল থাকুন!
263704
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
আবু নাইম লিখেছেন : সব কিছু ফ্যাশন হয় ডিজাইন হয় এখানে কেন হবে না। অপেক্ষা করেন আরও কতকি হবে।
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
207302
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হতে পারে!
263727
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
আবু সাইফ লিখেছেন :
এক বদমেজাজী মহিলা তার দরজায় দাঁড়ানো ভিক্ষুককে বললো-
"ভিক্ষা না- তোকে ছাই দেবো"

ভিক্ষুক বললো-
"তাই দাও মা, ছাই দিতে দিতে হাত খুলুক, পরে ঐু হাতে অন্য কিছুও উঠবে"




ফ্যাশন হিসেবে হলেও বোরখাটা থাকুক, ব্যবহার বাড়ুক,

সমাজে ইসলামী সংস্কৃতি ও শরয়ী জ্ঞানের বিস্তৃতি বাড়লে ওটাও সঠিকভাবে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ


তাই নেতিবাচক নয়- ইতিবাচক ভাবুন, অন্যকেও উতসাহিত করুন

বোরখা না পরার চেয়ে পরা ভালো-
তা যেভাবেই হোক

ওড়না না পরার চেয়ে গলায় ঝুলে থাকা ভালো

সংশোধনের জন্য সমালোচনা নয়-
দরদী মন নিয়ে বন্ধু হয়ে আসল লাভ-ক্ষতি বোঝানোটাই কর্তব্য

একাজে আমাদের গাফলতিই মূল কারণ
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
207303
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে! অবশ্যই আপনার কিছু কথার সাথে সহমত!
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
207305
জুমানা লিখেছেন : আপনার সাথে একমত
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
207507
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আপনার কথাকে সমর্থন করা যায়।
263755
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
জুমানা লিখেছেন : আগে অভ্যাস হোক........ অনেক ধন্যবাদ আপনাকে
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
208135
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ !
263970
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভালো লাগল । ধন্যবাদ ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
208134
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ !
264210
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
বুড়া মিয়া লিখেছেন : মাঝে মাঝে দেখা যায়, ছোটখাটো কিন্তু বেশ জ্বালাময়ী লেখা লেখেন ... এটাও সেরকম
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
208136
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা জ্বালাময়ী ! আমার কাছে যা মনে হয়েছে আমি শুধু সেটাই বলেছি মিয়া ভাই!
264410
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫১
বৃত্তের বাইরে লিখেছেন : লং স্কার্ট এ পা পর্যন্ত ঢাকা তাই হয়ত শর্ট বোরখা পড়েছে। তবে পোশাকের মত কারো কারো পর্দা করার স্টাইলও অদ্ভুত।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
208137
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু হতে পারে! কিন্তু আসলেই যে কি অদ্ভুদ লাগছিল তাকে! কারন স্কার্ট টি ছিল- থাক থাক কুঁচি সিস্টেমের!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File