আজ ইয়াসমিন দিবস......।। (নারী নির্যাতন প্রতিরোধ দিবস!)
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৪ আগস্ট, ২০১৪, ০২:৪৬:৩২ দুপুর
>>হু ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের মেয়ে ইয়াসমিনের উপর নরপশুরা যে নির্যাতন করেছিল তা আজো ভুলিনি! ভুলিনি সেই ধর্ষণ আর হত্যাকাণ্ডের পর দিনাজপুরের মানুষের এক জোট হয়ে প্রতিবাদী হয়ে ওঠার কথা! বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় ধর্ষণ / হত্যাকাণ্ডের একমাত্র দৃষ্টান্ত - যে ঘটনার জন্য জেলার সমস্ত মানুষ প্রতিবাদী হয়ে ওঠে !
>>হু সেদিন এই ইয়াসমিনের জন্য জেলার সমস্ত মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছিলো, থানা ঘেরাও করেছিলো, কারফিউ জারি হয়েছিলো, পুলিশের গুলিতে কয়েকজন মানুষ নিহত/আহত হয়েছিলো, অবশেষে অপরাধীদের বিচার হয়েছিলো!
>>>এভাবেই যদি প্রতিটি জেলার/ এলাকার মানুষ যেকোন নারী নির্যাতন / ধর্ষণ / হত্যাকাণ্ডের প্রতিবাদে এক জোট হয়ে রাস্তায় নামে, আন্দোলন করে, তবে নিশ্চয়ই প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে, আইনের ফাঁক - ফোঁকর দিয়ে কেউ বেড়িয়ে যেতে পারবেনা!
>>একজন মানুষ/ নারী/ দিনাজপুরবাসী হিসেবে, দিনাজপুরের মানুষের এরকম একটা পদক্ষেপের জন্য আমি গর্বিত ! এবং আমিও তাদের মত হতে চাই!
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গত ২ যুগ ধরে নারীরাই তো পাওয়ারে । কি লাভ হয়েছে এতে নারীদের ? নারী নির্যাতন ভিন্ন মাত্রা পেয়েছে এই সময়ে ।
কেন এমন হচ্ছে ? নারীরা ক্ষমতায় থাকা সত্ত্বেও নারীদের লান্চনা আজও কেন বেড়েই চলেছে ?
হু... এটাই প্রশ্ন দেশের ৩- ৩ জন নারী মুখ্য পদে থাকা সত্ত্বেও কেন তারা নারীদের জন্য কিছু করতে পারছে না, কেন নারী নির্যাতন কমছে না?
চিরির বন্দরে বিয়ে খাইতে গিয়ে ঐ পথে দিনাজপুরের অল্প একটু দেখেছিলাম, বেশ সুন্দর – দৃষ্টিসীমার পুরাটাই সবুজ ধানক্ষেত!
মন্তব্য করতে লগইন করুন