লুলু আর লুলিয়াদের প্রতারনা ফাঁস হচ্ছে...।
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৬ আগস্ট, ২০১৪, ১২:১৮:০৮ দুপুর
>>হু লুলু আর লুলিয়ারা মনে করে, চাইলেই তো মেয়ে/ ছেলে পাওয়া যায়, এরপর তাদের সাথে দুইদিনের ফুর্তি / ধোঁকাবাজি তারপর ছুড়ে ফেলা... আহ্ কত মজা! এরা করছেও তাই এবং এরা পেয়েও যায় ঐরকম বোকা বোকা মেয়ে/ ছেলে! যাদের সহজেই ফাঁদে ফেলে ফুর্তি করা যায়! কিন্তু এবার রুখে দাঁড়াচ্ছে যারা প্রতারিত হচ্ছে তারা! >>কিছুদিন আগে এক লুলুর কাহিনী ফাঁস করে এক মেয়ে ফেবুতে, ৫/৬দিন আগে দেখলাম আর একজন লুলিয়ার কাহিনী ফাঁস করেছে এক ছেলে ফেবুতে ! খুব-ই ভাল উদ্যোগ ! মোবাইল / ফেসবুকে /স্কাইপেতে লুলামি কইরা যারা মজা লুটে তাদের লুলামির স্ক্রিনশর্ট কিংবা রেকর্ড করা কথা, মেইল, সব এখন প্রমানের জন্য থেকে যাচ্ছে! ব্যস ফাঁদে ফেইলা লুলামি কইরা, মজা লুইটা পালাবা... পালাও কিন্তু তোমার লুলামির খবর জানিয়ে দেয়ার জন্য কিছু অপশন থেকে যাচ্ছে! এইবার...? যদিও এতে তাদের কিছু হবে না... তবুও প্রতারিত ব্যক্তির তথ্য দেখে অনেকেই সাবধান হতে পারবেন!
>>তবে আমার মতে শুধু প্রেম/পিরিতির প্রতারনা নয়, যেকোন বিষয়ে প্রতারিত হলে কিংবা কেউ লুচ্চামি করলে, ফেবুতে/ মোবাইলে নাজেহাল করলে, তাদের সকলের এইসব লুচ্চামির/প্রতারনার/ নাজেহাল করার সব তথ্য আপনার কাছে থাকলে সে কথা ফাঁস করে দিন, রুখে দাড়ান এইসব প্রতারক/ বদমাশদের বিরুদ্ধে! এবং অন্যদের তাদের থেকে বাঁচতে সাহায্য করুন! কিংবা সতর্ক করুন তাদের খবর ফাঁস করে।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ আপু!
আপনিও পচানোর লক্ষ্যে তথ্য-প্রমাণের হাতুড়ীঘাত করিয়া তাহাদের মাটির ১০০ হাত নীচে গাড়িয়া ফেলুন, ২০ বছর পরেও দেখবেন মাটি ফাটিয়া উদগত হইয়া অক্ষত-রূপে ফুটিয়া উঠিয়াছে আবার!
আমি যেটা বলতে চাইছি আইন থাকতে হবে ও আইনের প্রয়োগ থাকতে হবে। এরপর অন্যায় ঘটলে চেপে না রেখে প্রকাশ করতে হবে এবং বিচারের সমুক্ষিন করতে হবে। ঢাল নাই তলওয়ার নাই নিধিরাম সরদারের কোনও দাম ও নাই। পুলিশ বাহিনী তৈরি করে কোনও আইন তৈরি করে না দিলে পুলিশ অপরাধীকে কোন আইনের বলে ধরবে। বা শাস্তির বিধান না থাকলে কি শাস্তি দিবে।
এখন আপনি অপরাধির অপরাধ প্রকাশ করলেন কিন্তু আইনের শাস্তি দিতে পারলেন না তাহলে কি হবে? অপরাধী প্রথমত সে নিজের সম্মান হানি মনে করে আপনার উপর নতুন আক্রমণ করবে। দ্বিতীয়ত প্রতিরোধ পাচ্ছেনা মনে করে সে উৎসাহিত হবে নতুন অপরাধ করার।
তাই সর্ব প্রথম আইন দরকার, তার প্রয়োগ দরকার তারপর মুখোশ উন্মোচন।
কিন্তু যদি পারেন দস্যু বনহুরের মত রাতের আধারে শাস্তি দিতে সেটা অন্যরকম ভালো হবে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন