ঈদ রঙ্গ!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৬ জুলাই, ২০১৪, ০৩:২১:৪০ দুপুর
ঈদ রঙ্গ!
## অ্যাই তুই কোন পাখি রে...?
>>পাড়ার সব ছুকড়িদের (মেয়ে) ডেকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাই কে কোন পাখি বল? সবাই মুখ বেকিয়ে বলেছিল - কোন পাখি মানে কি? বললাম- খালি পাখি পাখি কইরা সবাই নাচতেছো-- আর পাখির নাম জানো না...কে কোন পাখি এইটাও জানো না...কেমন কথা? সবার উত্তর জানি না!
>>এইবার এক একজন ছুকড়িকে বললাম- অই তুই ঈগল, তুই টিয়া, তুই ময়না, তুই চিল আর তুই কাউয়া পাখি! এইবার আর যায় কই- যাদের বলছি- চিল আর কাউয়া পাখি, সব গুলা তুমি কোন পাখি দেখা যাবে ঈদের দিন এই বইলা ভেংচি!
>>বললাম- আমি পাখির ওল্ড ভার্শন খুশি! আর জানোই তো- ওল্ড ইস গোল্ড ! সো...
## দাম বাড়ানোর গল্পে...কে কে আছেন হাত তুলেন...?
>> আমাদের কিছু স্বভাব আছে- মানে বাঙালির, ১ কে ১০ বানানো, ১০ কে ১০০ বানানো, ১০০ কে ১০০০ বানানো! এই যেমন ধরেন- ঈদের জামা/ পাঞ্জাবি কেউ কিনলো- ১২০০/ টাকায় এরপর শুরু হবে দাম বাড়ানোর গল্প-
- পাড়া-প্রতিবেশীর কাছে- সেই দাম ২৫০০/-
- কাজিনদের কাছে- ৩২০০/-
- বন্ধু-বান্ধবীর কাছে- ৩৯৯৫/-
- জিএফ/বিএফ এর কাছে- ৪৫০০/-
- এরপর এফবিতে- মাত্র ৫৯০০/- !
>>এইবার হাত তুলেন কে কে এই দাম বাড়ানোর গল্পে আছেন,
কে কেমন দামে এবারের ঈদের শপিং করেছেন?
##আপি জি পার্লারে চললা না কি... ? !
(ছেলেরাও পার্লারে যায় এন বাসায় ঘষা -মাজা করে!) !
>>বদমাশ বিচ্ছুগুলার চোখ মেরে ডায়লগ! একটু কাজে বাইরে যাচ্ছিলাম, বারান্দায় বসে সব কাজিনগুলা গ্যাজাচ্ছিল- তার মধ্যে থাকা ছোকরা কাজিনগুলি হৈ হৈ করে বলে উঠলো-
আপি জি পার্লারে চললা না কি- এখুনি চুনকাম আর প্লাস্টার করতে? না কি আর কি কি সব আছে - অই জন্য? !
>>বললাম- বান্দররেরা, তোরা যে কালকেই জেন্টস পার্লার থেকে ঢুঁ মেরে এসেছিস, সেটা বুঝি আমরা জানি না ...হু? আর আমাদের কাছ থেকে যে, ফেশওয়াশ, ফেসিয়াল ক্রিম নিয়ে গিয়ে গালে ঘষা - মাজা করছিস সেটা কে বলে রে শুনি? !
>>> ঈদের আগে পার্লারে কিংবা বাসায় ঘষা - মাজা শুধু মেয়েরাই করে না, ছেলেরাও পার্লারে যায় এন বাসায় ঘষা -মাজা করে! এইবার হাত তুলেন কে কে পার্লারে গিয়েছেন, কে কে বাসাতেই ঘষা -মাজা করছেন? !
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যদি আপুদের মত করতোই তাহলে তো বাংলাদেশে ময়দার আকাল পড়তো।।
আগে আমার ছিল ৪০, অনেক কষ্ট করে সেটা এখন ৩৪; তাই এখন কষ্টমুক্ত ঐ ফর্মূলায় দেখি ৩৪ থেকে আরও কমে কি-না!
আপনারও চর্বি থাকলে এ্যাকশনে নেমে পড়তে পারেন!
তাতে করে সাম্পোল-সাইজ বেড়ে যুক্তিযুক্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবো আমরা ফর্মূলার ব্যাপারে।
ঈদের শুভেচ্ছা রইলো
মন্তব্য করতে লগইন করুন