শুধু চেয়েছিস- আমি যেন তোকে বুঝি !

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৭ জুলাই, ২০১৪, ০৮:৫৬:৩০ রাত

আমি যখন কাঁদছিলাম

তুই কি তা বুঝতে পেরেছিলি?মনে হয় না!

কারন তুই তো কখনোই আমাকে বুঝতে চাস নি

শুধু চেয়েছিস- আমি যেন তোকে বুঝি !

তোকে বুঝেই তো কেঁদেছিলাম

তুই কি টের পেয়েছিলি?

পাস নাই?তাই না?

কারন তোর অনুভূতিগুলি তো আমার মত তীক্ষ্ণ ছিলো না

যে তা সব কিছুই টের পাবে?

জানি তুই বুঝবি না কোনদিন

জানতেও চাইবি না-

থাক অজানাই সব কিছু তোর কাছে!

তুই তো এটাও বুঝিস নি

আমি তোকে কতটা ভালবেসেছিলাম

কতটা চেয়েছিলাম.........!

সব কিছু ভুলে তুই আমায় কাঁদিয়ে চলে গিয়েছিলি

বলেছিস- বাস্তবতা - সেই কারন!

জানি না অন্য কেউ সেই কারন ছিল কি না?

যদি তুই এতেই ভাল থাকিস- থাক!

এভাবেই যদি তোর সুখ উপচে পড়ে

তুই সেই সুখের মাঝেই থাক!

আমিও চাই তুই ভাল থাক

কিন্তু আমাকে দেখে হাসিস না

আমার কষ্টে মজা নিস না!

খুব জানতে ইচ্ছে করে-

তুই কি এখন অন্য কারো ঘুম ভাঙ্গাস?

"ঘুমো এখন পাগলী "বলে কি অন্য কাউকে ঘুম পাড়িয়ে দিস?

অন্য কেউ কি এখন তোকে তার সেবা করতে বলে?

যেভাবে জ্বর হলে আমি বলতাম?

অন্য কারো অভিমান ভাঙ্গাতে

তুই এখনো কান ধরিস ?

কারো পা টিপে দিয়ে কি বদলা নিস

না কি পয়সা নিস...?

উল্টাপাল্টা প্রশ্নগুলা মাথায় ঘুরতেই থাকে!

জানি এই প্রশ্নগুলোর উত্তর দিতে তুই আসবি না!

হয়ত একদিন এমনিতেই প্রশ্নগুলোর উত্তর সামনে এসে যাবে!

আর আমি আবার কেঁদে ঊঠবো ---!

কি কারনে কাঁদবো - জানি সেটা সেদিনও তুই বুঝবি না!

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242663
০৭ জুলাই ২০১৪ রাত ০৯:১৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৬
188579
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ !
242699
০৭ জুলাই ২০১৪ রাত ১১:১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নিচক একটা কবিতা হিসেবে দেখলে -কিছুই বলার নাই। কিন্তু কবিতার ভিতরে যদি কবির ক্ষত বিক্ষত হৃদয়টার প্রতিচ্ছবি দেখি তাইলে বলতে হবে-
হায় হায়রে আবারও কাঁদবেন??? ‘তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না’ -পৃথিবীতে এখন এই নিয়মেই চলতে হবে। মানুষের প্রতি মানুষের এখন সবচেয়ে বড় অভাব!!!
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৬
188580
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা! নিছক কবিতা হিসেবেই দেখি! আসলে সব কবিতা/ গল্পে কবির বা গল্পকারের হৃদয়ের -এ প্রতিচ্ছবি ভেসে ঊঠে না সেখানে থাকে আশে-পাশে ঘটিত মানুষের জীবনের ঘটনা থাকে কল্পনার কিছু মিশ্রণ ! ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্ব্য এর জন্য!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File