বাচ্চুগুলা যতটা বোঝে আমরা...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৫ জুলাই, ২০১৪, ১২:৩৭:১৫ দুপুর
>>ততটা বুঝি না! স্কুলে মডেল টেস্ট পরীক্ষা শেষে ২/৪টা বাচ্চু প্রাইভেট পড়ে, তাদের পড়াতে গিয়ে বললাম- শোন আমি কিন্তু অসুস্থ, রোজা আছি আজ বেশি দুষ্টামি করবা না, চিল্লা-চিল্লি করবা না কেমন? বাচ্চুগুলা পড়তে লাগলো , এর মধ্যে একজন রাবার নিয়ে ঝগড়া শুরু করলো, সাথে সাথেই অন্য একটা বাচ্চু বলল- অ্যাই চুপ কর- ম্যাডাম না রোজা আছে, চিল্লাচ্ছ কেন? ঝগ্রড়া করবা না! ওরা আবার চুপ হয়ে গেল!
>>ওদের টিফিন খাওয়ার টাইম হল- আমাকে বলল টিফিন খাবে, আমি বল্লাম-খাও! আবার আর একজন বলল- অ্যাই ম্যাডাম না রোজা আছে, চল আমরা বাইরে গিয়ে খাই! অবাক হয়ে গেলাম- ওদের এই বোধটুকু দেখে, যে রোজাদার এর সামনে খাওয়া যায় না!
>>>এইটুকু পিচ্চি পিচ্চি বাচ্চুগুলার এ ধরনের বোধ আছে কিন্তু আমাদের নাই! রোজা রেখেও আমরা ক্যাচালে জড়াই, রাস্তার পাশের দোকানগুলাতে দেখা যায় কেউ কেউ গপ গপ করে চা-পানি গিলছে, কেউ বা মজার সুখে বিড়ি টানছে ! (এই বাচ্চু বলা নিয়ে আবার কেউ ক্যাচাল করিয়েন না, আমি ওদের আদর করেই বাচ্চু, বাচ্চা-কাচ্চা বলি)
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি শেখানো যেতে পারে?
=> কিভাবে চুপি চুপি চুপিসারে শিক্ষকের আদর্শ চুরি করে নিজের স্বভাবে যুক্ত করা যায়।
=> বাচ্চাদের রোজা ভাঙতে মন চাইলে কিভাবে চুরি করে পানি ও খাদ্য পান করা যায়।
আসলেই শিশুদের বোধ অনেক বেশি।
মন্তব্য করতে লগইন করুন