শুধু কি রে হারামী?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩০ জুন, ২০১৪, ০৯:১৪:৩০ রাত

শোন তোর পরীক্ষা নেবো- আমাকে কেমন ভালবাসিস , কতটুকু ভালবাসিস দেখবো-!

আর এভাবেই ভালোবেসে যাস কি না তাও দেখবো?

বললাম- তুইও শোন, ঐসব পরীক্ষা / ফরিক্ষা বুঝি না!

কতটুকু ভালোবাসি তাও দেখাবো না! ভালোবেসে যাচ্ছি কি না তার প্রমানও দিবো না- শুধু--

শুধু কি রে হারামী?

শুধু- তুই যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবি আমি আস্তে করে তোর মাথায় হাত বুলিয়ে তোর ক্লান্তি দূর করে দিবো, তোর জন্য গরম গরম কফি এনে দিবো, আমার শাড়ির আঁচল বা ওড়না দিয়ে তোর ঘাম মুছে দিবো? চলবে?

হু! চলবে! তারপর?

রাত জেগে খবার টেবিলে তোর জন্য বসে থাকবো কিংবা যদিও ঘুমিয়ে যাই, তূই অফিস থেকে আসা মাত্রই ঘুম থেকে উঠে খাবার টেবিলে তোর পাশে বসে তোকে নিজের হাতে খাইয়ে দিবো! খুশি ?

হু খুশি! আর কি?

বৃষ্টি হলেই তোর হাত ধরে বৃষ্টিতে ভিজবো- যদি তোর ঠাণ্ডা লেগে যায় তাহলে আদরে আদরে তোর সেবা করবো!

আগে বৃষ্টিতে ভেজাবি তারপর সেবা? কত্ত হারামী রে!

আরে বুদ্ধু! জ্বরের মধ্যে সেবা করার মজাই আলাদা রে!

আচ্ছা তারপর?

তুই যখন জ্বরের ঘোরে প্রলাপ বকবি আমি সারারাত না ঘুমিয়ে তোর মাথার কাছে গুটিসুটি হয়ে বসে থেকে তোর মাথায় আলতো আলতো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম পারিয়ে দিবো!

হু! আর?

আর মাঝে মাঝে তোকে মারবো!

কুত্তি!হারামী! মারবি?

হু! মারবো রে! আদুরে মাইর দিবো!

তুই একটা শয়াতান্নী!

তারপর?

যতদিন আমাকে তোর কাছে নিয়ে না যাচ্ছিস ততদিন পর্যন্ত তোর একাকীত্বে ভাগ বসাবো-

বিষণ্ণ বিকেলে তোর একলা চায়ের কাপে হুরমুরিয়ে ঝাপিয়ে পড়ে চুমুক দিবো,

রাতের আঁধারে ভালোবাসি ভালোবাসি বলে - আমি যে তোর পাশে আছি এটাই বোঝাবো,

ঝলমলে সকালে তোর ঘুম ভাঙ্গিয়ে রাগাবো,

সারাদিন তোর কাজের মাঝে কিংবা ঘুমের মাঝে কিছুক্ষণ পর পর এসে তোকে আমার উপস্থিতি টের পাইয়ে দিবো-

আমি যে তোর থেকে দূরে থেকেও তোর অনেক কাছে আছি এটাই সারাক্ষণ বোঝাবো --

মোট কথা সবসময় তোকে জ্বালাতন করবো,

এমনকি তুই যদি আমাকে ছেড়ে চলে যাস- তারপর ও তোকে জ্বালাবো --!

চলবে? বল আর কি চাই?

ভাবছি আমি তোকে কিভাবে দৌড়ের উপর রাখবো?

রাখবো? তুই সবসময় আমাকে দৌড়ের উপর রাখিস! ইচ্ছে করে ঝগড়া করিস!

হাহহা!

হাসবি না!

তাহলে কি করবো?

ঘোড়ার ডিম কর!

যাহ ভাগ!

তুই ভাগ!

( আর কি কি চাই, আবার পরে বলবো )

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240491
০১ জুলাই ২০১৪ সকাল ১১:২৬
আবু আশফাক লিখেছেন : সুন্দর!
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৯
186620
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ !
240533
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৭
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, পতিত হয়েছেন বুঝি। তাও আবার তু্ই তোকারী সম্পর্ক আছে এমন কারো সাথে? Tongue Tongue Angel
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:০৪
186658
আহমদ মুসা লিখেছেন : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কোন পরিবারে তুই তুকারী শব্দাবলী ব্যবহার করে স্বামী স্ত্রীদের মধ্যে কথপোকথন হয় না। এটি কোন সমর্থনযোগ্য রেওয়াজও নয়।
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
186679
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : পতিত কথাটা কি অর্থে বুঝলাম না! আর কেউ কিছু লিখলেই যে সে লেখাটার সাথে তার-ই সম্পর্ক থাকবে এটা পাঠকেরা ভুল ভেবে নেয়! নিজেকে লেখক বলবো না, তবু গল্প/কবিতা/ কথোপকথন এই টাইপের লেখা বিভিন্ন পত্রিকা ও ম্যাগ এ লেখা হয়, এটা সেরকম-ই একটা লেখা! ধন্যবাদ !
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
186682
প্রেসিডেন্ট লিখেছেন : আমি সেটা বুঝেছি। স্রেফ মজা করলাম ভগিনী। হাহাহা।Angel Angel Angel
240547
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৮
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : মুসা ভাই - এটা স্বামী - স্ত্রীর কথন নয়! সম্পর্কের ক্ষেত্রে তুই/তুমি/ আপনি এই সম্বোধনটার গুরুত্বের থেকে সম্পর্কের গভীরতাটাই দেখা উচিৎ ! যেমন- আমার অনেক মেয়ে বান্ধবী, ছোটবেলার খুব কাছের অথচ তাদের সাথে তুমি তুমি করে কথা বলি কিছুতেই তুই বলতে পারি না। কিন্তু এই তুমি বলার জন্য আমাদের সম্পর্কের গভীরতা কমে যায়নি! আসলে গল্প/ কবিতা/ কথোপকথন - এগুলো যে সব এক-ই স্টাইলে হবে কিংবা যে লিখবে সেটা যে তার-ই কাহিনী হবে এটা ভাবা ভুল। গল্প/ কবিতা/ কথোপকথন- এ সবে- অনেক সময় বাস্তবের সাথে কল্পনার মিশ্রন থাকে।
240555
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:৪১
প্রেসিডেন্ট লিখেছেন : আপনার সাহিত্যিক প্রতিভা চমৎকার। প্রথম মন্তব্যটি স্রেফ মজা করে দিয়েছিলাম। হাহাহা।
০১ জুলাই ২০১৪ রাত ০৮:৩৪
186805
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু... এখন আমিও বুঝিলাম ভাইয়া! ধন্যবাদ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File