শুধু কি রে হারামী?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩০ জুন, ২০১৪, ০৯:১৪:৩০ রাত
শোন তোর পরীক্ষা নেবো- আমাকে কেমন ভালবাসিস , কতটুকু ভালবাসিস দেখবো-!
আর এভাবেই ভালোবেসে যাস কি না তাও দেখবো?
বললাম- তুইও শোন, ঐসব পরীক্ষা / ফরিক্ষা বুঝি না!
কতটুকু ভালোবাসি তাও দেখাবো না! ভালোবেসে যাচ্ছি কি না তার প্রমানও দিবো না- শুধু--
শুধু কি রে হারামী?
শুধু- তুই যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবি আমি আস্তে করে তোর মাথায় হাত বুলিয়ে তোর ক্লান্তি দূর করে দিবো, তোর জন্য গরম গরম কফি এনে দিবো, আমার শাড়ির আঁচল বা ওড়না দিয়ে তোর ঘাম মুছে দিবো? চলবে?
হু! চলবে! তারপর?
রাত জেগে খবার টেবিলে তোর জন্য বসে থাকবো কিংবা যদিও ঘুমিয়ে যাই, তূই অফিস থেকে আসা মাত্রই ঘুম থেকে উঠে খাবার টেবিলে তোর পাশে বসে তোকে নিজের হাতে খাইয়ে দিবো! খুশি ?
হু খুশি! আর কি?
বৃষ্টি হলেই তোর হাত ধরে বৃষ্টিতে ভিজবো- যদি তোর ঠাণ্ডা লেগে যায় তাহলে আদরে আদরে তোর সেবা করবো!
আগে বৃষ্টিতে ভেজাবি তারপর সেবা? কত্ত হারামী রে!
আরে বুদ্ধু! জ্বরের মধ্যে সেবা করার মজাই আলাদা রে!
আচ্ছা তারপর?
তুই যখন জ্বরের ঘোরে প্রলাপ বকবি আমি সারারাত না ঘুমিয়ে তোর মাথার কাছে গুটিসুটি হয়ে বসে থেকে তোর মাথায় আলতো আলতো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম পারিয়ে দিবো!
হু! আর?
আর মাঝে মাঝে তোকে মারবো!
কুত্তি!হারামী! মারবি?
হু! মারবো রে! আদুরে মাইর দিবো!
তুই একটা শয়াতান্নী!
তারপর?
যতদিন আমাকে তোর কাছে নিয়ে না যাচ্ছিস ততদিন পর্যন্ত তোর একাকীত্বে ভাগ বসাবো-
বিষণ্ণ বিকেলে তোর একলা চায়ের কাপে হুরমুরিয়ে ঝাপিয়ে পড়ে চুমুক দিবো,
রাতের আঁধারে ভালোবাসি ভালোবাসি বলে - আমি যে তোর পাশে আছি এটাই বোঝাবো,
ঝলমলে সকালে তোর ঘুম ভাঙ্গিয়ে রাগাবো,
সারাদিন তোর কাজের মাঝে কিংবা ঘুমের মাঝে কিছুক্ষণ পর পর এসে তোকে আমার উপস্থিতি টের পাইয়ে দিবো-
আমি যে তোর থেকে দূরে থেকেও তোর অনেক কাছে আছি এটাই সারাক্ষণ বোঝাবো --
মোট কথা সবসময় তোকে জ্বালাতন করবো,
এমনকি তুই যদি আমাকে ছেড়ে চলে যাস- তারপর ও তোকে জ্বালাবো --!
চলবে? বল আর কি চাই?
ভাবছি আমি তোকে কিভাবে দৌড়ের উপর রাখবো?
রাখবো? তুই সবসময় আমাকে দৌড়ের উপর রাখিস! ইচ্ছে করে ঝগড়া করিস!
হাহহা!
হাসবি না!
তাহলে কি করবো?
ঘোড়ার ডিম কর!
যাহ ভাগ!
তুই ভাগ!
( আর কি কি চাই, আবার পরে বলবো )
বিষয়: বিবিধ
১৫৭৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন