ভালোবাসা মানে কি রে - বুদ্ধু জানিস?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৯ জুন, ২০১৪, ০৯:০০:৪৪ রাত
ভালোবাসা মানে - তোর আমার
দূরে থাকা দুটো হৃদয়কে
আলতো করে কাছে টেনে আনা !
ভালোবাসা মানে মাঝে মাঝে
তোর আমার পাগলামিপনা!
ভালোবাসা মানে আর কি জানিস?
ভালোবাসা মানে
নিঃসঙ্গ দুপুরে দুজনের খুনসুটি
কখনো কখনো বিরহের মাঝে
বিষণ্ণ মনে হাঁটাহাঁটি!
ভালোবাসা মানে
উদাস বিকেলে মেসেজে ঝড় ঊঠা
আমার অভিমান আর তোর
আদুরে বকাতে ভাললাগায় কেঁপে ওঠা!
ভালোবাসা মানে
সন্ধ্যে বেলায় এক কাপ চায়ের মাঝে
দুজনের চুমুকে তৃপ্তি ......
কখনো কখনো চায়ের কাপ ফেলে
কত গল্পে মেতে ঊঠি!
ভালোবাসা মানে
রাত- বিরাতে দুজনের অবিরত কথা বলা
কখনো কখনো নীরবতার মাঝে
নিজেদের হারিয়ে ফেলা ......
ভালোবাসা মানে
দুজনের প্রতি দুজনের অনেক মায়া
দূরে থাকলেও দুচোখে থাকে
শুধু দুজনের-ই ছায়া !
ভালোবাসা মানে
কত শত কথা হওয়ার পরও
পাশাপাশি বসে থাকা
এইতো আছি আমি
এই আশ্বাসে নিজেদের জড়িয়ে রাখা!
ভালোবাসা মানে
ঝুম বৃষ্টিতে একটানা ভিজে চলা
খানিক পর পর দুচোখের মাঝে
ডুবে ডুবে কথা বলা !
ভালোবাসা মানে
কত শত ঝুঁকি তবুও হেঁটে চলা
লুকিয়ে লুকিয়ে ভালোবাসি ভালোবাসি
এই কথাটাই বলা!
ভালোবাসা মানে
মান/অভিমানে খানিক মেতে ঊঠা
সব কিছু ভুলে আবার দুজনে
দুজনের দিকে ফিরে যাওয়া !
ভালোবাসা মানে দূরে থেকেও
একে অপরকে মায়াবী বাঁধনে
বেঁধে রাখা ...
শত ঝড়-ঝঞ্ঝাটেও
একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা !
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একে অপরকে মায়াবী বাঁধনে
বেঁধে রাখা ...
আহ!! কি সুন্দর কথা। পরাণ ভরে গেলো।
মন্তব্য করতে লগইন করুন