এইটা তুমি কি বললা...?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ জুন, ২০১৪, ০৩:০৭:২৯ দুপুর
> তোমার পাশের সিটে ছেলেকে দিবো! নাবিল কাউন্টারের পরিচিত এক মামার কথা! যতবার-ই ঢাকা- দিনাজপুর, দিনাজপুর -ঢাকা যাই প্রায় সময়-ই আরামে একা একা যাই, মানে পাশের সিটে কেউ থাকে না কিন্তু গত দুবার থেকে পাশের সিটে মেয়ে/মহিলা দিয়েছিল, যারা সারা রাস্তা( ৭/৮ ঘন্টার রাস্তা) বমি করতে করতে গেছে সেই সাথে আমার অবস্থাও খারাপ করেছিল, তাই এবার ঢাকা থেকে আসার আগে টিকেট বুক করার আগে-মামাকে বলেছিলাম, মামা পাশের সিটে ছেলে দিয়েন কিন্তু তবুও কোন বমি’য়ালা মেয়ে/মহিলা দিয়েন না। মামা শুনেই চিল্লা-চিল্লি- কি বল এইসব? তোমার পাশের সিটে ছেলে দিবো?!? আমি যতবার-ই বোঝাতে যাই প্রব এর কথা মামা ততবার-ই রেগে যায়!
>> উনি আমার নিজের কেউ না যেতে-আসতেই পরিচয়। সেই সুত্রেই মামা ডাকি...!
অথচ কি অদ্ভুদ তার শাসন/ টান! এভাবেই কত পর’রা আপন হয়ে যায় আর কত আপন জনেরা পরের থেকেও পর হয়ে যায়!
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লিখা মনে হয় সামুতে পড়েছি সম্ভবত।
ভালো লাগলো লিখাটি।
০ তলে তলে এই কাহিনী !
ঢাকার ভিতরে কোন মহিলা যদি একটা খালি সিটে বসে এবং তার পাশের সিটটা যদি খালি থাকে তবে সেখানে আরেকজন মেয়েই বসে বা বসতে দেয়া হয় । কোন মেয়ে না এলে খালিই যায় সিট টি , ঐ মেয়েটি সেই খালি সিটে তার ব্যাগ বা বই খাতা রাখে । তবুও কোন ছেলেকে এলাউ করে না বা করতে চায় না । পরে হয়ত কন্ডাটকটর ও যাত্রীদের ফাঁপড় খেয়ে সোজা হয় ।
আর ইনারা লং-রুটে করেন এই কারবার !!
আমি মেয়েদের আচরনের কথাই বলেছি যখন তারা সিটে একা থাকে তখন সেখানে ছেলেদের সাধারণত বসতে দেয় না ।
ছেলেরা এ ব্যাপারে কোন কাহিনী করে না ।
একটা মেয়ে মহিলা সিট না পেলে যেরকম সহজে একজন ছেলের পাশে বসতে পারে , একজন ছেলে কিন্তু সেটা করতে ইতস্তত করে এবং মেয়েটিও এমন ভাব নেয় যে কি বিশাল অন্যায় করতে যাচ্ছে ছেলেটি তার পাশে বসার চেষ্টা করে ।
আর আপনি কি না চেয়েছেন একজন ছেলেকে আপনার পাশে , তাও আবার মামাকে বলে ? ছেলেরা মনে মনে এরকম কামনা করলেও কখনও মামাকে বলে না যে পাশের সিটে মেয়ে দিয়েন ।
'' তাই এবার ঢাকা থেকে আসার আগে টিকেট বুক করার আগে-মামাকে বলেছিলাম, মামা পাশের সিটে ছেলে দিয়েন কিন্তু তবুও কোন বমি’য়ালা মেয়ে/মহিলা দিয়েন না। ''
০ আপনি আপনার মামার কাছে ছেলে চেয়েছিলেন পাশের সিটে দেবার জন্য , কোন বমি ছাড়া মহিলা/মেয়ে চান নি । নাকি বমি ছাড়া মেয়ে/মহিলা হয়ই না !
আমি বেশী বুঝে ফেলিনি , আপনার মোটিফ কিছুটা হলেও ধরে ফেলেছি ।
সামুতে ব্লগিং করেন ভাল কথা । দয়া করে সামুর নোংরামি টুমরোতে এনেন না ।
হতভাগা ভাই আপনার মন্তব্বের উত্তর-
মন্তব্য করতে লগইন করুন