এইটা তুমি কি বললা...?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ জুন, ২০১৪, ০৩:০৭:২৯ দুপুর

> তোমার পাশের সিটে ছেলেকে দিবো! নাবিল কাউন্টারের পরিচিত এক মামার কথা! যতবার-ই ঢাকা- দিনাজপুর, দিনাজপুর -ঢাকা যাই প্রায় সময়-ই আরামে একা একা যাই, মানে পাশের সিটে কেউ থাকে না কিন্তু গত দুবার থেকে পাশের সিটে মেয়ে/মহিলা দিয়েছিল, যারা সারা রাস্তা( ৭/৮ ঘন্টার রাস্তা) বমি করতে করতে গেছে সেই সাথে আমার অবস্থাও খারাপ করেছিল, তাই এবার ঢাকা থেকে আসার আগে টিকেট বুক করার আগে-মামাকে বলেছিলাম, মামা পাশের সিটে ছেলে দিয়েন কিন্তু তবুও কোন বমি’য়ালা মেয়ে/মহিলা দিয়েন না। মামা শুনেই চিল্লা-চিল্লি- কি বল এইসব? তোমার পাশের সিটে ছেলে দিবো?!? আমি যতবার-ই বোঝাতে যাই প্রব এর কথা মামা ততবার-ই রেগে যায়!

>> উনি আমার নিজের কেউ না যেতে-আসতেই পরিচয়। সেই সুত্রেই মামা ডাকি...!

অথচ কি অদ্ভুদ তার শাসন/ টান! এভাবেই কত পর’রা আপন হয়ে যায় আর কত আপন জনেরা পরের থেকেও পর হয়ে যায়!

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239639
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:৩২
আওণ রাহ'বার লিখেছেন : হা মামাকে ধন্যবাদ।
Good Luck Good Luck Good Luck Good Luck
আপনার লিখা মনে হয় সামুতে পড়েছি সম্ভবত।
ভালো লাগলো লিখাটি।
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
185995
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ । হু সামুতেও লিখি।
239642
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:৪১
হতভাগা লিখেছেন : 'মামা পাশের সিটে ছেলে দিয়েন কিন্তু তবুও কোন বমি’য়ালা মেয়ে/মহিলা দিয়েন না। ''

০ তলে তলে এই কাহিনী !

ঢাকার ভিতরে কোন মহিলা যদি একটা খালি সিটে বসে এবং তার পাশের সিটটা যদি খালি থাকে তবে সেখানে আরেকজন মেয়েই বসে বা বসতে দেয়া হয় । কোন মেয়ে না এলে খালিই যায় সিট টি , ঐ মেয়েটি সেই খালি সিটে তার ব্যাগ বা বই খাতা রাখে । তবুও কোন ছেলেকে এলাউ করে না বা করতে চায় না । পরে হয়ত কন্ডাটকটর ও যাত্রীদের ফাঁপড় খেয়ে সোজা হয় ।

আর ইনারা লং-রুটে করেন এই কারবার !!
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
185996
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনি মনে হয় একটু বেশি বুঝে ফেলেছেন! ঢাকার মধ্যে বাসে যাতায়াত করলেও মাঝে মাঝে সিট খালি না থাকলে ছেলেদের পাশে গিয়েও বসতে হয়! আর ছেলেদের পাশে বসলেই যে কেউ তলে তলে কাহিনী করে ফেলে এটা আপনার কাছ থেকেই জানলাম! অতটা কুরুচিহীন অন্তত আমি নই যতটা কুরুচির পরিচয় আপনি দিয়েছেন- মূল বিষয়টাকে অনুধাবন না করে!
২৮ জুন ২০১৪ রাত ০৯:৫০
186056
হতভাগা লিখেছেন : আপনি মনে হয় রেগে আগুন হয়ে গেছেন , ফলে আমার মন্তব্য না বুঝেই কমেন্ট করে গেছেন ।

আমি মেয়েদের আচরনের কথাই বলেছি যখন তারা সিটে একা থাকে তখন সেখানে ছেলেদের সাধারণত বসতে দেয় না ।

ছেলেরা এ ব্যাপারে কোন কাহিনী করে না ।

একটা মেয়ে মহিলা সিট না পেলে যেরকম সহজে একজন ছেলের পাশে বসতে পারে , একজন ছেলে কিন্তু সেটা করতে ইতস্তত করে এবং মেয়েটিও এমন ভাব নেয় যে কি বিশাল অন্যায় করতে যাচ্ছে ছেলেটি তার পাশে বসার চেষ্টা করে ।

আর আপনি কি না চেয়েছেন একজন ছেলেকে আপনার পাশে , তাও আবার মামাকে বলে ? ছেলেরা মনে মনে এরকম কামনা করলেও কখনও মামাকে বলে না যে পাশের সিটে মেয়ে দিয়েন ।

'' তাই এবার ঢাকা থেকে আসার আগে টিকেট বুক করার আগে-মামাকে বলেছিলাম, মামা পাশের সিটে ছেলে দিয়েন কিন্তু তবুও কোন বমি’য়ালা মেয়ে/মহিলা দিয়েন না। ''

০ আপনি আপনার মামার কাছে ছেলে চেয়েছিলেন পাশের সিটে দেবার জন্য , কোন বমি ছাড়া মহিলা/মেয়ে চান নি । নাকি বমি ছাড়া মেয়ে/মহিলা হয়ই না !

আমি বেশী বুঝে ফেলিনি , আপনার মোটিফ কিছুটা হলেও ধরে ফেলেছি ।

সামুতে ব্লগিং করেন ভাল কথা । দয়া করে সামুর নোংরামি টুমরোতে এনেন না ।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
186182
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমার মূল বক্তব্য কিন্তু পাশের সিটে ছেলে দেয়া নিয়ে নয়- আমি মামার শাসন এবং একজন অচেনা মানুষ যে কতটা আপন হয়েছে সেটাই বোঝাতে চেয়েছি! নিচের অংশে সেটাই আছে। আর মনে পড়ে না সামুতে নোংরামি করেছি! আপনার মনেই মনে নোংরামি আছে তাই সব জায়গায় নোংরামির ছোঁয়া দেখতে পাচ্ছেন!
হতভাগা ভাই আপনার মন্তব্বের উত্তর-
239723
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
ভিশু লিখেছেন : আল্লাহ আপনাকে - এরপর থেকে - রাস্তায় বমি বা অন্যকিছু করেন না - এরকম মেয়েদের পাশের সিটে বসার ব্যবস্থা করে দিন! আমীন...Praying Praying Praying কিন্তু কখনোই ছেলে অ্যালাও করা উচিত না! ধন্যবাদ... Happy Good Luck Rose
239733
২৮ জুন ২০১৪ রাত ০৮:০৩
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : মনে পড়ে না ছেলের পাশে বসে কখনো এসেছি... আসলে লং রুটের যাত্রায় যদি পাশের সিটে বসে কেউ বমি করতেই থাকে তাহলে তার পাশে বসে যাওয়াটা যে কতটা কষ্টের হয় সে থেকেই ওটা বলা... কিন্তু ভাগ্য ভাল যে এখনো কোন ছেলের পাশে বসে যেতে বা আসতে হয়নি! এবারো একাই এসেছি...! ধন্যবাদ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File