আপনি না একটা মেয়ে গুন্ডি!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ জুন, ২০১৪, ০৩:৩৮:০৪ দুপুর

কাজে বাইরে গিয়েছিলাম। রিকশায় ছিলাম। রাস্তায় প্রচুর ভিড়! সব বাহন-ই যেন ধাক্কা ধাক্কি করে চলছে! হঠাৎ করেই আমার রিকশার পাশে একটা বাইক এসে ধাক্কা লাগালো। এবং রিকশার চাকার সাথে বাইকের চাকা লেগে গিয়ে জটিল অবস্থা! এর-ই মধ্যে দেখি বাইক থেকে এক ছোকরা নেমে এসে রিকশাওয়ালার শার্টের কলার চেপে ধরে মারতে হাত উঠালো ! মেজাজ এমনিতেই ই খারাপ ছিল, এইবার বলে উঠলাম-অ্যাই ছোকরা থাম। ছোকরাটা ভ্যাবাচ্যাকা খেয়ে শার্টের কলার ছেড়ে দিল। বললাম- অই রিকশাওয়ালাকে মারতে আসলি কেন? দোষ তো তোর -ই ! ছোকরা মনে হয় ভাবেনি, রাস্তায় কোন মেয়ে তাকে এইভাবে তুই-তোকারি করতে পারে! এইবার সে আমতা আমতা করতে লাগলো এন তোতলাইতে তোতলাইতে বলতে লাগলো - আমার কি দোষ ? আমি বললাম- তোর না তো কার দোষ ? তুই- ই তো রিকশার সাথে বাইক এনে ধাক্কা লাগালি! এইবার ছোকরা অন্য প্রসঙ্গ বাদ দিয়ে বলতে লাগলো - আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমিও বললাম- তোকে তুই করে বলবো না তো কি আদর করে তুমি ডাকবো ?তোকে যে মারিনি এটাই তোর ভাগ্য ! এর-ই মধ্যে লোকজন জমা হয়ে গেছে! ছোকরা কি ভাবল কে জানে- বাইক নিয়ে পালালো ! আমিও রিকশায় উঠলাম। আর মনে মনে হাসতে লাগলাম- রিকশায়ওালাও গল্প ফেঁদে বসলো - আপা একদম দেহি সিনামার কাহিনী হইলো ! ওমা! কিছুদূর যেতেই দেখি- রিকশার পাশে ছোকরার বাইক আসলো এন ছোকরা - “আপনি না একটা মেয়ে গুন্ডি বলে উঠলো” ! আমিও ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম- কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম - বদমাইশ ছোকরা পালাবি না মাইর খাবি, তোর কথা ফেবুতে লিখমু কইলাম- এইবার ছোকরা আবার মেয়ে গুণ্ডি বলেই বাইক নিয়ে ভাগলো ! হাহহা!

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239739
২৮ জুন ২০১৪ রাত ০৮:১৭
আওণ রাহ'বার লিখেছেন : যাক ভালো আমার এক বোন ব্যাগে ছুড়ি নিয়ে ঘুড়তো
বলে শুনেছি। ও আমাকে কখনো বলেনি ছুড়ির কথা তবে অন্য ছেলেরা বলেছিলো যে কে নাকি বিরক্ত করতে গেছে বাস ছুরি দিয়ে থ্রেড দিয়েছিলো।
হা হা হা হা হা হা
এরপড় আর কেউ বিরক্ত করেনা।
২৮ জুন ২০১৪ রাত ০৯:৩৩
186055
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহা... না ভাই আমি ছুরি নিয়ে ঘুরি না... ! জাস্ট পরিস্থিতিকে একটু সামলে নিয়েছিলাম আর কি... !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File