স্মৃতির পাতায় আইনুদ্দিন আজাদ

লিখেছেন লিখেছেন শহীদুল্লাহ আবৱাৱ ১৮ জুন, ২০১৪, ০৯:৫০:১৬ রাত

আটারো জুন দুই হাজার দশ সকাল দশ টা হবে কুষ্টিয়া থেকে জেবুন্নাহারের ফোন

-মণি , আজাদ ভাই আর নাইকোন ভূমিকা ছাড়াই!

-কি বলছ?

-আজাদ ভাই রোড এক্সিডেন্ট করেছেন

আর কিছু বলা হল না মুঠোফোন হাত থেকে ফসকে গিয়েছিল বাকশক্তি হারিয়েছিলাম সেদিন কান্না আসেনি তবে কেউ যেন মুখের ভাষা কেড়ে নিয়েছিল

ঢাকার রেক্সোনা জাহান জুবায়দাকে ফোন দিলামও শুনে বাকরুদ্ধ!

বরিশালের ‪#‎ মুশতারী_তাসনিম_ মুননী‬সে কান্নাভেজা কণ্ঠে বলল, এই মাত্র জেবু বলল ছোটভাই আল আমিন নোয়াখালীর থেকে আসার পথে আমার ফোন পেয়ে হাউমাউ করে উঠল শিশুর মতো!

আর সাথের প্রিয় মানুষটি সেদিন খুব কান্না করেছিলেন

ইতি ঘটেছিল একটি সুরের্ একটি জীবনের, একটি বিপ্লবের , একটি প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠস্বরের , একজন পিতার , একজন স্বামীর্ , আন্দোলনের আপোষহীন একজন নেতার্

প্রায় এক যুগের বেশী আজাদ ভাইয়ের সুর সংগীত আর লেখালেখির সাথে জড়িততাকে নয় তার প্রতিবাদী সুরকে , তার অপসংস্কৃতির বিরুদ্ধে লেখাকে , তার সাহসী আওয়াজ এবং দুঃসাহসী উচ্চারণ কে হৃদয় দিয়ে ভালবাসি হৃদয়ের আকন্ঠ থেকে আজও উচ্চারণ করি দ্বিতীয় আজাদ কি আসবে না?

এই ধরাতে রাখবেনা তার মতো অবদান? যেমন সুরের মোহনায় মাতিয়ে ছিলেন, বয়ানের মাধ্যমে জাগিয়ে ছিলেন লেখার মাধ্যমে ফুটিয়েছেন এই সমাজের অন্যায় অপসংস্কৃতি আর নামধারী ভালো মানুষদের মুখোশ আজাদ ভক্তরা আজ পিপাসিত! তৃষ্ণার্ত!

"আসবে কবে সেই সূর্য সেনা

করবে জারি যারা কোরআনে এই ধরা"

আজাদ ভাইয়ের খালিস্থান পূর্ণ করে কেউ আসেনি আসবে কিনা জানিনা যদি আসতো কেউ তবুও ভক্তদের ক্ষতস্থান কিছুটা হলেও শুকাতো

গত নভেম্বর এর দিকে স্মৃতির মিনারে আইনুদ্দিন আল আজাদ বইটি সংগ্রহ করি অনেক ত্যাগ উপাখ্যান জড়িয়ে আছে বইয়ের সাথে কৃতজ্ঞ ‪#‎ আবু_মূসা_‬সাফওয়ান এর কাছে বইটি আমাকে খুব কাঁদিয়ে ছেঅনেক অশ্রু মিশে আজো বইয়ের অনেক পাতায় কিছু জায়গায় লেপ্টে আছে অশ্রুর সাথে কলমের কালি আজ যখন একমাত্র ননদ ‪#‎ মাহমুদা‬আখতার হালিমা বইটি পড়ছিল কোন এক পৃষ্ঠায় দু 'ফোটা পানি দেখে বললাম, পানি পড়েছে কিনা? ওকে নিশ্চুপ পেয়ে চিবুক তুলে দু 'চোখে অশ্রুর বান

গত দুদিন আগে গালিবের কন্ঠে দৃষ্টি মোদের যায় যতদূর " গানটি শুনে মনে হয়েছিল এ যেন আজাদ ভাইয়ের ছোট্ট বেলার কন্ঠের প্রতিচ্ছবি! আসাদুল্লাহিল গালিব তোমার মাঝে কি পাবে একজন আজাদের পূর্ণতা! হ্যাঁ!

বাবা হারানোর বেদনা আজ হয়তো তোমাকে, রূহীকে কাদায় কাদায় তোমার আম্মুকেও কাদায় হাজারো ভক্তকেও

আব্বু! আজকের এই লেখাটা তোমাকেই উত্সর্গ করলাম তোমার মাঝে জাতি পাক দ্বিতীয় আজাদের প্রতিচ্ছবি!

এই কামনা এই প্রত্যাশা!

‪ ‬

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File