বাসা পাল্টানো
লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ২০ আগস্ট, ২০১৪, ০৫:৫৬:৩১ বিকাল
খুব ছোট ছিল
তাও গাড়িতে মার কোলে বসেই
এক পলক দেখে হাত নেড়েছিল
ফেলে আসা স্কুলের দিকে ,
এ ভাবে বাসা বদলে চোখে জল এসেছিল
মায়ের চোখে ।
আবার নতুন স্কুল নতুন বন্ধু
আর নতুন শহরের অলি গলি চিনে নিতে
বাধ্য হচ্ছে শৈশব ।
বইয়ের সাথে সাথে ইঁট পাথর
আর যন্ত্রের আচরণ অভ্যাসে রপ্ত হয়ে যাচ্ছিল সহজেই ।
গ্রামের ধুলোতে সৃজন নেই
সেই বাহানায় বাবার সাথে মায়ের জিগিরে
সামিল করে বেড়ে ওঠা শৈশব
যৌবনকে চিনতে শিখে যায়
ফুডের ফার্স্ট টানের সাথে রর্কিং কল্পনার আকাশ ।
সময় পাল্টাতে পাল্টাতে বাসা আজও অধরা
সেই শৈশবের স্কুলের জেতা প্রাইজ বড্ড ম্যাড়ম্যাড়ে ।
ছেলেটিই মানবতার ভবিষ্যত ।
-০-০-০-
বিষয়: সাহিত্য
১২৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাসা বদল করতে করতে কত শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন