জয়ী হতে চাই
লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ৩০ জুন, ২০১৪, ১০:৩৬:৪৫ রাত
আমি যেখানেই যাই
কেবল পরাজিত হয়ে যাই ;
আর তোমার অফুরান জয় দেখে
শুধু থমকে দাঁড়াই ।
আমার এই পরাজয়ে আমিই দায়ী
পারি নি তোমার কাঠামোতে গড়ে তুলতে
একেবারে সঠিক সেরা মনোগ্রাহী
অনাবিল আদর্শ রচনা ।
অনেকেই এগিয়ে যায় অনেকটাই
সুন্দরেরও সুন্দর গড়ে তুলে আরো সুন্দর ;
আর আমাকে রাখে
নিছকি এক তুলনার মূল্যায়নে ।
ক্লান্ত আমি জয়ের আশায়
লেগে আছি গড্ডলিকা স্রোতে
যদি কোন এক নদীর ধারায়
আমিও নবনীত মধুরিমায়
আকাশ হয়ে শুদ্ধতার রচনায়
জয় হয়ে ফিরে আসব ;
নতুন এক জীবনীতে
এই আকাশ আকাশ গড়বই ।
-০-০-০-
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন