সর্বকালে,সর্বযুগে নারীকে পুতুলের মত ব্যবহার করা হয়েছে,তার দূর্বলতার সুযোগ নিয়ে; তবে এখন সেটা প্রায় বিলুপ্তির পথে!!!

লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শরীফ ০৫ আগস্ট, ২০১৪, ০৬:২৩:৪৩ সন্ধ্যা

জড় এবং জীব বা প্রাণী নিয়েই পৃথিবী৷ জড় এবং জীবের মধ্যে একটি অন্যতম জীব বা প্রাণী হলো মানুষ৷ এই মানুষ আবার দুই শ্রেণীতে বিভক্ত৷ একটি হল নর আরেকটি হল নারী৷ পৃথিবীতে অধিকাংশ জীব গুলো এই দুই শ্রেণীতে বিভক্ত লিঙ্গগত ভাবে,সেটা ভালভাবে অবলোকন করলে ক্লীয়ার বুঝা যায়৷ কিন্তু একটি বিষয় বিশেষ ভাবে খেয়াল করলে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়৷ সেটা হল নারীকুল শ্রেণী যেন নরকুল শ্রেণীর চেয়ে অনেকাংশে দূর্বল!

দূর্বল কেন?সেটা আমিও ক্লীয়ার হতে পারছিনা৷ তবে প্রায় এটা শিওর যে নারীকুল শ্রেণীর এই দূর্বলতার সুযোগ নিয়ে নরকুলশ্রেণী তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে৷ যেটা এখনও চলমান৷ তবে বর্তমানে নারীকুল শ্রেণী এই দূর্বলচেতা মনমানসিকতা থেকে দিন দিন বেরিয়ে আসছে,তার অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এমনকি প্রায় সফল হচ্ছে৷এখন অতীত নারী দৃষ্টি ভঙ্গি দিন দিন পরিবর্তন হচ্ছে,পাল্টে যাচ্ছে৷ কিন্তু,নারীকুলের এই চলার পথে বাঁধ সেজে বসে আছে কিছু ধর্মীয় বিধান এবং শরীয়া(মানব রচিত মনগড়া)আইন৷আর সেটা নারীর ক্ষেত্রে চরম ভাবে প্রযোজ্য৷বুঝি না,এগুলো তাদের ক্ষেত্রে এতো টা প্রকট কেন!

_তারপরেও নারী তোমার জ্ঞান,বুদ্ধি,বিবেক দ্বারা সকল বাধা কে ছিন্ন করো৷

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251251
০৫ আগস্ট ২০১৪ রাত ০৮:২৮
বাজলবী লিখেছেন : ধর্মীয় বিধান এবং শরীয়া(মানব রচিত মনগড়া)আইন৷ বুঝলাম না একটু ক্লিয়ার করে বল্বেন প্লিজ।
251352
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫১
বুড়া মিয়া লিখেছেন : ওদের পুতুলের মতো ব্যবহার করবে না তো কি করবে? যে কোন পরিস্থিতি পাইলে ওরাই তো পুতুল সেজে বসে – বিয়ের অনুষ্ঠানে, ঘুরতে বের হলে, অফিসে গেলে, ইত্যাদী। নিজেরা পুতুলের সাজ থেকেই বের হয়ে মানুষ হতে পারে নাই আজও – আর আপনি কি না বলছেন তাদেরকে পুতুলের মতো ব্যবহার করা হয়!

ওদের জ্ঞান-বুদ্ধি-বিবেক ওদের কে পুতুল সাজে বের করে পুতুল নাচ নাচায়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File