অবশেষে দেশটাও না জানি ফরমালিনেই বাঁচে!

লিখেছেন লিখেছেন মেরুদেশী ১৫ জুন, ২০১৪, ০৮:০৫:২৬ সকাল

সেদিন নিওমমাফিক রাতের খাবার শেষে কিছু ঔষধ খেতে গিয়েও থমকে গেলাম- কি হবে ঔষধ খেয়ে? এটাও যদি হয় ফরমালিনের মওজুদ? শুন্ছি আমার এ প্রিয় জন্মভুমির সব কিছুতেই নাকি ফরমালিন প্রয়োগ করা হচ্ছে। ফরমালিন দিয়ে দিয়ে নাকি পচনশীল দ্রব্যাদি টাট্কা রাখা হচ্ছে। মাছ,ফল,শাকসব্জি বিশেষ করে খাদ্য দ্রব্যেই ঐ বস্তুটি বিশেষ ভাবে ব্যবহার হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে একদিন যার বিষাক্ত ক্রিয়ায় জীবন্ত মানুষটি মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এখন শুনছি রাজনৈতিক দলকেও (যা কোনো দ্রব্য নয়)নাকি ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা যায়, তবে তার শেষ পরিণতি কি জানিনা। সম্প্রতি দেশের বৃহৎ একটি বিরোধী দল সম্পর্কে দেশের সর্বোচ্চ পদাধিকারি সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। তিনি নাকি ওই দলটিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। “ফরমালিন’’ শব্দটা প্রথম শুনেছিলাম আমার বড় মেয়ের মেডিকেলে ভর্তির পর। ডাক্তারি পড়ার প্রয়োজনে প্রথম বর্ষেই ওদের মৃত দেহ নিয়ে নাড়াচাড়া, কাটাকাটি ইত্যাদি করতে হয় যা থাকে ফরমালিন দেয়া; এতে মৃত দেহে পচন ধরেনা। শিক্ষার্থীদের শিক্ষার সুবাদে ফরমালিন প্রয়োগকৃত মৃতদেহ চিড়েফুড়ে জ্ঞান অর্জন করতে পারার এ সুযোগ প্রদান বিজ্ঞানের এক সফল অবদান। ফলে এতে মৃতদেহ মৃতই থাকবে; নড়াচড়া, বাদ-প্রতিবাদ কিছুই করবেনা বরং না পঁচে ছাত্র-ছাত্রীদের যথেচ্ছ ব্যবহারে নীরবে সুযোগ দিবে। নতুন কে জানার জন্য মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য বিষয়টা পুতুল খেলার মত। কিন্তু খাদ্যদ্রব্যে প্রয়োগকৃত এ বিষবস্তুটি কার সফলতা বয়ে আনছে? মুলতঃ কতিপয় অসাধু ব্যবসায়ীদের নয়কি? প্রতিনিয়ত ফরমালিনযুক্ত খাদ্য খেতে খেতে জীবন্ত মানুষগুলো যখন এক সময় মৃত্যুর কোলে ঢলে পরবে তখন আর তাদেরকে চিড়াফাড়ার জন্য নতুন করে ফরমালিন মেরে টাটকা রাখার প্রয়োজন পরবে কি?-জানিনা! তেমনি জানিনা “ফরমালিন” দিয়ে বাঁচিয়ে রাখা রাজনীতির পরিণতিও! তবে এটা কি আর অস্পষ্ট; যারা এ কাজটি করছে তারাও যে আর ঐ অসাধু ব্যবসায়ীদের কাতারবন্দি নয়? আর তাদের লোভের হাত তো অবশেষে আজকের মনিবকে কালকের গোলামেও পরিণত করতে পারে- পরাশক্তির রসনা মেটাতে এ ব্যবসায়কে টিকিয়ে রেখে! ব্যক্তি নিয়ে দল-দল নিয়ে দেশ। তবেতো শেষ পরিণতিটা ঐ দেশ নামক চৌহদ্দীটার জন্যেই অপেক্ষা করছে! আশঙ্কা হচ্ছে, প্রিয়তম এই জন্মভূমি বাংলাদেশ না জানি কোন বন্ধু-প্রতিম অসাধু সাম্রাজ্যবাদী ব্যবসায়ীর ফরমালিনে আক্রান্ত হয়ে যায়, যার মদদ যোগাবে কতিপয় দেশীয় অসাধু রাজনৈতিক ব্যবসায়ীরা! যাকে আর ছিড়ে খুড়ে পরীক্ষা করতে নতুন ফরমালিন মারার প্রয়োজন হবেনা। ফরমালিন খাওয়া মৃত দেহের মত ফরমালিন মারা মৃত দেশটাও না জানি চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের হাতের খেলনার মত হয়ে যায়!-আর ভাবতে পারছিনা। বিডিআর গেছে, র্যাব যাচ্ছে রসাতলে, পুলিশে নেই আস্থা। বিচার বিভাগ পরাধীন-আইনবিভাগে স্বেচ্ছাচারিতা, অর্থনীতির দুরাবস্থা, সামাজিক অবক্ষয়, শিক্ষাবিভাগে পচনশীলতা, তরুন সামাজের পতনোন্মুখতা- যাহ্ ঔষধ খাওয়া রেখে দিলাম। আল্লাহ বাঁচানোর মালিক!

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File