শবে বরাত
লিখেছেন লিখেছেন আপন জানালা ১৪ জুন, ২০১৪, ০৯:১৩:৩১ সকাল
শবে বরাত নিয়া সবাই ব্যস্ত কিন্তু শবে বরাত কতটুকু শরীয়ত সম্মত এটা কত জন জানে??? শবে বরাত পালন করা সুন্নত না বিদায়াত এটা কতজন জানে?? শবে বরাত এর রাতে স্পেশাল নামায পরতে হবে এটা কই পাইছেন????
এখন আসি মুল কথায়, আমাদের সমাজে যে শবে বরাত পালন করা হয় এটা কোন সহিহ হাদিস বা কুরআনের আয়াত দ্বারা নির্দেশিত না......। এটা হল আমাদের সমাজের এক প্রচলিত প্রথা...।
শবে বরাত এর জন্য কোন স্পেশাল নামায ও নাই। বরং এটা বলা আছে যে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি রাতে ডাকেন তার কাছে কৃত গুনাহ এর জন্য মাফ চাইতে। আর আজ এই স্পেশাল দিন যে আজ রাতে মাফ চাইলেই গুনাহ মাফ এটা কোথাও লেখা নাই। সবচেয়ে উত্তম কাজ হল প্রতি রাতে বা যখন সময় হয় তখন মহান আল্লাহ এর কাছে নিজের কৃত কর্মের জন্য ক্ষমা চাওয়া।
আর শবে বরাত এর জন্য যে রুটি+হালুয়া+গরু মাংস খাইতে হবে এটা কোন সুন্নাত এর মধ্যে পরছে এটা আমার জানা নাই......।
সবাইকে অনুরোধ করব শবে বরাত কতটুকু শরীয়ত সম্মত এটা সম্পর্কে বই_পত্র পড়বেন
বিশেষ করে এই লিংক টা পড়ার জন্য বিশেষ করে অনুরোধ রইলো http://www.islamhouse.com/53550/bn/bn/books/%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4,_%E0%A6%B8%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95_%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A3
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন