স্মৃতি
লিখেছেন লিখেছেন ইমরানের ব্লগ ১২ জুন, ২০১৪, ০৮:২৮:২২ রাত
বারে বারে মনে পড়ে আমার
ছেলেবেলা।
আনন্দ আর মজায় মজায় দিন ছিল
যে ভরা।
ফড়িং ধরা,চড়ুই তাড়া করতাম
সারাবেলা।
মায়ের শাসন বাবার বারন সবই ছিল
হেলা।
দুপুর রোদে তপ্ত দেহে গিয়ে পুকুর
ঘাটে।
নেমে যেতাম
ঠান্ডা জলে আমরা দলে দলে।
খেলতে যেতাম গায়ের
মাঠে আমরা বিকেলবেলা।
গোল্লাছুট,
দাড়িয়াবান্ধা আরো কত খেলা।
সন্ধেবেলা ফিরতাম ঘরে সাংগ
দিয়ে খেলা।
মনে মনে বলতাম এত ছোট
ক্যানে বেলা।
এখন আমার চাইলেও মন
হয়না ঘরে ফেরা।
বাস্তবতার কঠিন
জালে জীবনটাযে ঘেরা।
মায়ের জন্য মন টা কাদে,
একলা বসে রই।
মাঝেমাঝে কল্পনাতে ছোট্ট শিশু
হই।
-ধুসর কবি ইমরান
বিষয়: সাহিত্য
১০৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন ভাইয়া? টুডে ব্লগে স্বাগতম। আপনার লেখা কবিতাটা খুব সুন্দর ও মজার। পড়েতো আমিও হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য সেই হারানো অতীতের পিচ্চি বেলায়।
আরও বেশি বেশি লিখবেন, উপহার দেবেন এমন সব ভালো ভালো লেখা। এই আশায় রইলাম.....
যাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন