তারাবীর টেনশন খুবই যন্ত্রনাদায়ক ৷

লিখেছেন লিখেছেন শেখ তাসনীম হাসান আমানী ০৩ জুলাই, ২০১৪, ১১:৩৬:০৫ রাত

তারাবীর টেনশন সব চেয়ে কষ্টকর টেনশন আমার কাছে ৷

দীর্ঘ এক যুগ ধরে তারাবীহ পড়াচ্ছি,

তারপরও টেনশন মুক্ত হতে পারলাম না ৷

দিলে সামন্য পরিমাণ ভয় নেই, কিন্তু তারপরও

টেনশন আমার পিছু ছাড়ে না ৷

যারা খতম তারাবীহ পড়ান, তারাই বুঝেন

কি যে টেনশন কাজ করে হাফেজদের চিন্তার জগতে ৷

রমজানের চাঁদ উঠার পর, প্রিয় মসজিদ, প্রিয় গুরফাহ

আর জরুরত খানাই যেন আমার পৃথীবি!!!

সূর্যের আলো থেকেও বঞ্চিত ৷

মাটির মায়াবী স্পর্শ থেকেও বঞ্চিত ৷

দূর হোক সকল চিন্তা-টেনশন,

আরবদের মসজিদর মতন হোক,

আমাদের মসজিদের কার্যক্রম ৷

ফেসবুক লিংক;:

https://m.facebook.com/story.php?story_fbid=590105414439700&id=100003207409387&_rdr#590658514384390

বিষয়: বিবিধ

৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File