শবে বরাতের মাজার ব্যবসা
লিখেছেন লিখেছেন শেখ তাসনীম হাসান আমানী ১৩ জুন, ২০১৪, ০৪:৩৭:১১ বিকাল
শাহবাগ থেকে রিক্সায় করে সদরঘাটে আসলাম ৷কোন জ্যাম দেখলাম না ৷এক মিনিটের জন্যও কোন জায়গায় থামতে হয়নি ৷
ঢাকার মানুষ শবে বরাতের প্রস্তুতিমূলক ঘুমে ব্যস্ত ৷সারারাত ইবাদাত -বন্দিগীতে অতিবাহিত করবেন তাই৷
ফরয হুকুমের নাই খবর , নফলের ব্যাপক প্রস্তুতি !!! আর কী !!!!
*************************************************
হাইকোর্ট মাজার ও গোলাপশাহ মাজারে চলছে শবেবারাতের
ব্যবসার ব্যাপক প্রস্তুতি ৷হাজার - হাজার ধার্মিক মুসল্লিগণ না বুঝে দান করবেন আজকে লাখ - লাখ টাকা ৷যা, মাজারে শায়িত ব্যক্তির
কোন উপকারে আসবে না ৷আর তারা এই টাকা গ্রহণও করতে পারবেন না ৷তাহলে এতো টাকা যায় কোথায়???
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে স্বাগতম।
আপনার প্রথম পোস্টে প্রথম মন্তব্য করিলুম। আমাকে একটা বড় দেখে হাতুড়ি দেন। না দিলে আপনার জন্য ছোট্ট ছোট্ট হাতুড়ি দেয়া হপে
ভাই সুর্যের পাশে হারিকেন!
হাতুড়ি দিয়া কি করবেন?
তাসনীমের পাশে হারিকেন থাকলে নিয়মিত লিখব ৷
ব্যাপক প্রস্তুতি !! ঠিক বলেছেন শেষের লাইনের প্রশ্নটা কিন্তু জঠিল......
সঠিক কথাই বলেছেন ৷
ভাই সুর্যের পাশে হারিকেন .
হাতুড়ি দিয়া করবেন?
সঠিক কথাই বলেছেন ৷
মন্তব্য করতে লগইন করুন