চোর :p

লিখেছেন লিখেছেন আরিফার চৌধুরী ১৩ জুন, ২০১৪, ১১:৩৩:০৬ সকাল

পাশের বারান্দায়,

কার জানি পায়ের শব্দ পাওয়া যায়!

খস,খস,খস এসেছে মদনা চোরা,

খোকা মুগুরটা নিয়ে আয়।

শেখাবো মদনাকে চুরি কারে কয়,

খোকা মুগুরটা নিয়ে আয়।

****

পাশের ঘরে ঠাস,ঠাস,ঠাস-

হাড়ি পাতিলের শব্দ,

খোকা তাড়া তাড়ি মুগুর আন

মদনাকে আজ করব আমি জব্দ!

শেখাবো মদনাকে চুরি কারে কয়,

খোকা মুগুরটা নিয়ে আয়।

****

মদনা বড় ছিছকে চোরা

বড্ড বেড়েছে ও,

খোকা তাড়া তাড়ি মুগুরটা নিয়ে আয়,

আজকে ওকে জব্দ করবো।

****

খোকা গেলো মুগুর আনতে,

পিতা রইল চুপিসারে ওত্‍ পেতে-

মদনা চোরা মনের সুখে নিজ কম্ম সারে।

খোকা এলো মুগুর নিয়ে,

পিতা যাচ্ছে এগিয়ে,

প্রায় মদনা চোরার পিছনে দাড়িয়ে,

স্বজোড়ে হাতের মুগুর হাকিয়ে।

ঠিক যখন বারিটা দিবে,

হঠাত্‍ ঘরের লাইটটা জ্বলে উঠে,

পিতা চমকিয়ে এদেখি খোকার ভাই,

একি তুই এখানে?

এসেছিলাম আইসক্রিম খেতে গোপনে,গোপনে।

যাহ বাবা এসে পরেছি বিপাকে,

অন্ধকারে ফ্রিজ পাচ্ছিলামনা খুঁজে,

সুইচটা খুঁজতে গিয়েই এত বাঁধা পরল আমার সামনে।

****

বড় ছেলের কানটা ধরে বল্ল পিতা শুতে আয় শুতে আয়,

পরত যদি মুগুরের বাড়ি মাথায়,

বুঝতি আইসক্রিম খাওয়া কারে কয়।

বিষয়: সাহিত্য

১৩১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234476
১৩ জুন ২০১৪ সকাল ১১:৫১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এভাবে মারলে তো ছিঁচকে চোরা মারা পড়বে। Time Out
234482
১৩ জুন ২০১৪ দুপুর ১২:১৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
234494
১৩ জুন ২০১৪ দুপুর ০১:৩৪
234506
১৩ জুন ২০১৪ দুপুর ০২:৫১
আহ জীবন লিখেছেন : যাক চোর ধরার কাহিনি এইটা। চুরি করার না।
234526
১৩ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
ছিঁচকে চোর লিখেছেন : অন্ধকারে ফ্রিজ পাচ্ছিলামনা খুঁজে,
সুইচটা খুঁজতে গিয়েই এত বাঁধা পরল আমার সামনে।

Unlucky Unlucky Cheer Cheer
234536
১৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৪
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File