শূন্য

লিখেছেন লিখেছেন লেখার আকাশ ১২ আগস্ট, ২০১৬, ১০:২৬:৪২ রাত

আবেগের পাহাড়টা ধ্বসেছে সেদিন

নগ্ন সত্যটা সামনে এসে দাড়িয়েছে যেদিন

রিদয়ে তুমিময় পরিপূর্ন পৃথিবী

নিমিষেই সর্বশূণ্য

শূণ্যতায় পরিপূর্ন অন্তহীন শূন্য

যেন বিরাটকায় কৃষ্নগহ্বর

সেথায় পলকেই চূর্ন-বিচুর্ন সব সুন্দর।

শুষ্ক দু'চোখ অশ্রুহীন

ব্যাথারাও সেথায় হয়েছে বিলীন।

কোথাও কি কিছু হারাল মন?

নিশ্চিত জেনেও তবে কেন অনুভব এমন?

কল্পনার পৃথিবীটা যেন হাতের মুঠোয়

ফাঁপা একটা ছোট রংগিন বল

সজোরে মুষ্টিবদ্ধ করতেই

রক্তাক্ত ক্ষত-বিক্ষত করতল।

সাদা অশ্রুজলে লাল রক্ত যাবে কি ধোয়া?

গভির অতলতায় সাদা-লাল, রক্ত-জল সবই নিষ্ফল।

সময়ের পরিক্রমায় বুঝি বা পরবে বিস্মৃতির পলি

নতুন জমিনে চাষা-বাদ হবে, ফুটবে ছোট্ট নতুন গোলাপ কলি।

পল পল সময় বয়ে চল, চল

তোরই বুকে খুঁজে নেবে ফলাফল, নিষ্ফল কিংবা সফল।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376168
১৩ আগস্ট ২০১৬ রাত ০২:২১
কুয়েত থেকে লিখেছেন : নগ্ন সত্যটা সামনে এসে দাড়িয়েছে যেদিন
রিদয়ে তুমিময় পরিপূর্ন পৃথিবী ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২৯ আগস্ট ২০১৬ রাত ০১:৫২
312465
লেখার আকাশ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File