নূরের জন্য কান্না
লিখেছেন লিখেছেন লেখার আকাশ ১৩ জুন, ২০১৪, ১০:৪৬:১১ রাত
ইয়া আল্লাহ্! ইয়া মুজিবু ! ইয়া রহমানুর রহীম!
নূর দাও আমার অন্তরে, আমার চোখে,
আমার শ্রুতিতে, ডানে, বামে, ও ত্বকে।
ইয়া আল্লাহ্! নূর দাও আমার উপর ও নীচে
অস্থি-মজ্জা, রক্ত-চুল, সামনে ও পিছে
নূর ভরে দাও রগ ও গোশ্তের মাঝে।
হে রব, আমাকে নূরান্বিত করো আলোময় আলোকিত সাজে।
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খাইরান।
এটি বুখারি শরীফের একটি হাদীস। আমি ছন্দবদ্ধ করে নিয়েছি মনে রাখার সুবিধার্থে। মহান রব আমাদের আলোকিত মানুষদের সাথে কবুল করুন।
এটি বুখারি শরীফের একটি হাদীস। আমি ছন্দবদ্ধ করে নিয়েছি মনে রাখার সুবিধার্থে। মহান রব আমাদের আলোকিত মানুষদের সাথে কবুল করুন।
যাজাকিল্লাহু খাইর।
আমি উক্ত হাদীস টি পড়েছি আলহামদুলিল্লাহ।
জাজাকাল্লাহু খাইরান।
একবার হাতুড়ির বাড়িতেই ভূল ঠিক হয়ে গেছে.। @ আওন
নিচের ঠিকানায় গেলেই, আশা করি নূরের সনাধান পেয়ে যাবেন।
http://bishbashanti.com/?p=662
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে রান্নাঘড়ের প্রতিটি হাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।
মন্তব্য করতে লগইন করুন