আর্জেন্টিনার সমর্থকরা সবাই কি অমানুষ?

লিখেছেন লিখেছেন জীবন রাহমান ০৫ জুলাই, ২০১৪, ১০:১২:০৫ সকাল

কালকে আমি যাদের সাথে বসে খেলা দেখলাম তাদের একটা আচরনে না অবাক হয়ে পারলাম না- যখন নেইমার আহত, স্ট্রেচারে করে মাঠের বাইরে যাছ্ছে তখন আর্জেন্টিনার সমর্থকদের সেকি উল্লাস!

এটা বন্যতা, নিষ্টুরতা, অসভ্যতা ও বিকৃত মানষিকার নগ্ন প্রকাশ।

আমি এর তীব্র নিন্দা জানাই। আজেন্টিনার সমর্থন মানে তো ব্রাজিল বিরোধিতা নয় ঠিক তেমনি ব্রাজিল সমর্থন করা মানে তো আর্জেন্টিনার বিরোধীতা নয়......কিন্তু বাস্তবতা তাই। তাই বলে মানবিকতা ভুলে গিয়ে একেবারে অমানুষ হয়ে যেতে হবে? কেউ স্ট্রেচারে করে মাঠের বাইরে যাছ্ছে আর আমি বিকৃত হাসি হাসছি?

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241846
০৫ জুলাই ২০১৪ সকাল ১০:২৩
ব্লগার মারুফ লিখেছেন : বাংলাদেশে এই ফুটবল নিয়ে যে দুঃব্যবহার হয় মানুষে মানুষে তা আসলেই জঘন্য। এজন্যই আমি ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখিনা। আমি শুধু ক্রিকেটে বাংলাদেশকে মনে প্রানে সাপোর্ট করি।
০৫ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৯
187789
জীবন রাহমান লিখেছেন : একদম বাজে3:-O
241856
০৫ জুলাই ২০১৪ সকাল ১১:০০
বেআক্কেল লিখেছেন : বাংলাদেশে মানুষ আছে কুথায়! কনছেন দেহি!
245477
১৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:০১
আমির হোসেন লিখেছেন : এটা ফুটবল। এখানে উল্লাস হবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File