বুঝিনা কিছুই........

লিখেছেন লিখেছেন জীবন রাহমান ১৬ জুন, ২০১৪, ০৬:৫২:১০ সন্ধ্যা

কেন যানি হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো, মোবাইলের ঘরির দিকে তাকিয়ে দেখি রাত্রি ৩.৫০মিঃ। লোকজন টিভিতে আর্জেন্টিনার খেলা দেখছে, যেহেতু আর ঘুমানো ঠিক হবেনা কারন এখন ঘুমালে আর নামাজ পড়া হবে না, তাই উঠে পড়লাম। আযান দিতে এখনো বেশ কয়েক মিনিট বাকি। টিভির দিকে এগিয়ে গেলাম। চুপ-চাপ খেলা দেখছি হঠাৎ একজন মন্তব্য করলো " কি ব্যাপার ব্রাজিলেরও খেলা দেখে আবার আরজেন্টিনারও খেলা দেখে" ব্যাপার কি? (সিদিনও ব্রাজিলের খেলা চলাকলীন মানুষের চিল্লা-ছিল্লির কারনে ভেঙ্গে যায় এবং যথারিথি খেলা দেখি)অর্থাৎ একই ব্যক্তি এক সাথে দুটি দলের খেলা দেখতে পারবেনা। ৩২ টি দলের মাঝে আমার কেন যানি এই দুটি দলের খেলাই ভাল লাগো। যদি আজাইরা সময় পাই তো খেলা দেখি। কোন নেশা-টেশা নাই। কিন্তু এক সাথে এই দুটি দলের খেলা পছন্দ করা যাবেনা।

যদি আজেন্টিনার সমর্তন কর তো ব্রাজিলের চৌদ্দগুষ্টি তুলে গালি দিতে হবে অথবা...........

কিন্তু তা তো সম্বব না তাই ভাবছি খেলা দেখাই ছেড়ে দিব................

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235513
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
প্রবাসী আশরাফ লিখেছেন : এ নিছক সমর্থকদের ছেলেমানুষী পাগলামী। ভাল খেলা উপভোগ করা উচিত তা যে দেশেরই-যে দলেই হোক। সমর্থকদের মাঝে ঝগড়া করার আগে মাথা ঠান্ডা করে চিন্তা করা উচিত কেন এমন একগুয়েমী করছি। Unlucky
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৩৫
182239
জীবন রাহমান লিখেছেন : ধন্যবাদ, আপনার সাথে একমতGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File