অনুভূতি.........

লিখেছেন লিখেছেন জীবন রাহমান ১১ জুন, ২০১৪, ০৬:১৮:২৫ সন্ধ্যা

এতোদিন শুধু শুনতাম ব্লগ, ব্লগার, নাস্তিক......যতেষ্ট সুযোগ না থাকার কারণে (নিজস্ব ‍পিসি না থাকা) এটাতে ইনভল্ব হতে পারিনি। টুকটাক ফেসবুক নিয়ে থাকতাম ভাল লাগতো। এটুকুই। গতকাল বিডিটুডেতে পুষ্পিতার নারীর তেতুল বিষয়ক লেখাটা পড়ার পর হঠাৎ নিজের একটা একাউন্ট খোলার খুব আগ্রহ হলো। খুলে ফেল্লাম। ও মা এদেখি বহুত মজা!

এখন তো ফেসবুক খুলতেও আর ইচ্ছে করেনা...........বারবার ইচ্ছে করে ইস্ যদি লেখক হতাম! মনের ভাব ভিশু আর পুষ্পিতার মতো প্রকাশ করতে পারতাম!!!!!!!!

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233862
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
ফেরারী মন লিখেছেন : বুঝেছি আপনার দ্বারাই হবে। চালিয়ে যান।
234973
১৫ জুন ২০১৪ সকাল ০৯:৩৬
জীবন রাহমান লিখেছেন : আপনার মন্তব্য দেখে মনটা অনেক বড় হয়ে গেল। ধন্যবাদ ভাইয়/আপু Yahoo! Fighter Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File