ক্ষমতা খুব খারাপ একটা জিনিস ............

লিখেছেন লিখেছেন কে আমি ০৯ জুন, ২০১৪, ০৮:৫৬:২৬ রাত

ক্ষমতা খুব খারাপ একটা জিনিস।

ভালো ভালো দেরও মাথা নষ্ট করে দিতে পারে এটা।

তাই তো ক্ষমতা তারই পাওয়া উচিত যে এটাকে নিয়ন্ত্রনে রাখতে পারে।

আর নিয়ন্ত্রনে না রাখতে পারলে,,,,,,,,,,,,,,

আমাদের দেশের দিকে তাকায়া দেখেন কি হয়, গত ৪২ বছরে কি হইছে,,,,,

সম্ভবত মায়ানমারও নামক পুচকা দেশটা কোনো ক্ষমতা পাইছে।

মায়ানমারের নিউজপেপার গুলোয়

খবর আসছে ওরা নাকি অলরেডি যুদ্ধের

হুমকি দিচ্ছে।

সৈন্য সমাবেশও নাকি করছে।

নাইলে যে দেশের আয়তন আমাদের দেশের বিডিআর এর ক্যাম্পের সমান ওই দেশ আমাদের হুমকি দেয় কেমনে ?

তবে দুঃখজনক হলেও সত্য ক্ষমতা নিয়ন্ত্রন করতে না পারলে এক সময় তা নিজের জন্যই বিপদ হয়ে দাড়ায়।

মায়ানমারের কি হবে তা এখন শুধু মাত্র সময়ই বলে দিবে।

Just wait and see................

বিষয়: আন্তর্জাতিক

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File