কবিতা

লিখেছেন লিখেছেন এসো স্বপ্নবুনি ১১ অক্টোবর, ২০১৫, ০৯:১২:৩৫ রাত



সূনীলস্বপ্নে বাধিয়াছো ঘর মিছে ধরনীর পরে

ভাবিয়াছ তুমি অনন্তকাল থাকেব সূখের নীড়ে।

শিশুকাল গেল কৈশর গেল যোবন পার হয়ে

স্মৃিতির পাতায় বেদনার সূর বাজিছে রয়ে রয়ে।

বৃদ্ধ আমি দাতঁ নড়বরে দাড়ি চুল গেছে পেকে

খেতে পারিনা মন্ডামিঠাই বড় লোভ হয়েদেখে।

এক সময়ে সব ছিল মোর শুধু ছিলনা কড়ি

নাখেয়ে ঘুরেছি চশমা চোখে হাতে ছিল দামি ঘড়ি।

নামায রোযার ধারিনিকো ধার গায়েতে ছিল শক্তি

সব হারিয়ে ভাবছি এখন কি করে মিলবে মুক্তি।

জীবনখাতার পাতা এলোমেলো নাই কোন তার শ্রী

পূন্যের খাতা শুন্যে ভরা পাপের খাতা যে ভারি।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345399
১২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সৃষ্টি তোমার স্রষ্টা তুমি মহান রাজাধিরাজ
শাসন তোমার বিধান তোমার সর্ব কর বিরাজ
প্রজা তোমায় দিলে কিছু বহুগুণে কর জমা
নেকিরে দাও জান্নাত তুমি-পাপিরে দাও ক্ষমা।
********************************
আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম...অসাধারন লিখেন...!
345419
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
এসো স্বপ্নবুনি লিখেছেন : মন্তব্য পড়ে আমি নিজেই বিমোহিত।অনেক ধন্যবাদ উত্সাহিত করার জন্য।আল্লাহ সকলকে জান্নাত দিন আমিন।
345841
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতায় আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি বুনেছেন। খুব ভাল লাগ্ল Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File