বাবার স্মরণে
লিখেছেন লিখেছেন এসো স্বপ্নবুনি ২১ জুন, ২০১৫, ১০:০৮:০৬ রাত
]
ছুট্টসময় মা মরেছে বাবাই আমার সব
আখরাতে দিও নাজাত ওহে আমার রব!
পরম সূখের জান্নাত দিও আমার বাবা মাকে
ফুল বাগিচা ঝরণা ধারা সেথায় যেন থাকে।
বাবাই আমার মাজননী বাবাই আমার বন্ধু
মায়ের স্নেহের সাগর থেকে পাইনী এক বিন্দু।
বাবা দিলেন আদর সোহাগ দূ:খ সূখে সাথ
বাবার বুকেই রাত পোহাত স্বাক্ষি ছিল চাদঁ।
ঘুমপারানীর গান শোনাতেন অশ্রুআখীপাতে
গল্প শোনে ঘুমিয়ে যেতাম জোসনা স্নাত রাতে।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও অনেক ধন্যবাদ।আল্লাহ সকলের বাবা মাকেই জান্নাতে সুন্দর অবস্থান দান করুন।
মনে পরে স্নেহময় ভালোবাসার পরশ
আজ বাবা বুকের মধ্যে বাসকরে
আমায় শাসায় আদর করে
বাবার হাতেই প্রথম লিখতে শিখি
তাই প্রতিটি শব্দে বাবার স্পর্শ পাই,
বাবা ছিলেন শতকষ্টের শান্তনা
ছিলেন আমার আদর্শ শিক্ষক
আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে....
***************************
বাবাকে নিয়ে লেখা মানেই আমার দুর্বল যায়গা...অসাধারন লিখেছেন আল্লাহ ঈমানদার বাবাদের শান্তিতে রাখুক।
মন্তব্য করতে লগইন করুন