আমরা কি সত্যিকারার্থে স্বাধীন ???

লিখেছেন লিখেছেন এসো স্বপ্নবুনি ৩০ ডিসেম্বর, ২০১৪, ১০:২৪:৫৩ রাত



মুহাম্মাদ রাইস উদ্দিন

১৯৭১ইং সালের ১৬ই ডিসেম্বর!বিশ্বমানচিত্রে স্বাধীন সার্বভুম দেশ হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ।একনদী রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সবুজের বুকে লাল সূর্য্যখচিঁত একটি স্বতন্ত্র পতাকা।পেয়েছি একটি ভূখন্ড।

মনে রাখতে হবে একটি ভূখন্ড পেলেই স্বাধীনতা অর্জিত হয়না যদি না মানুষিক ভাবে কোন জাতীর চিন্তাধারা সাহিত্য সংস্কৃতি ও আদর্শিক গুলামী থেকে মুক্ত হওয়া যায়।আজ আমরা পাকিস্তানী শোসকদের হাত থেকে দেশকে মুক্ত করেছি ঠিকই কিন্তু যারা বিদেশীদের দুসর দেশীয় শোসক তাদের হাত থেকে আমরা কবে নাগাত মুক্তি পাবো?

মুলত পাকিস্তানীদের কবল থেকে মুক্ত হয়ে আমরা পাশবর্তী দেশের কোলে উঠে মনে করছি এটাই আমাদের নিরাপদ আশ্রয়।যারা রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ভাবে আমাদের উপর আধিপত্য বিস্তাররের সূদুর প্রসারী পরিকল্পণা নিয়ে কাজ করে আসছে বহুকাল থেকে।তারা জানে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে হলে আগে সাংস্কৃতিক ভাবে পরাজিত করতে হবে।তাই তারা শিল্পসাহিত্য ও সাংস্কৃতিক ভাবে পরাজিতকরতে আকাশ সংস্কৃতির আগ্রাসন চালিয়েছে।আমারা মানুষিকভাবে পরাজিত এবংগুলামীর শিকারহয়েছি।তার উদাহরণ বর্তমানে দেশি চ্যানেল গুলো কেউ দেখেনা স্টার জলসাসহ অদের সবকটি চ্যানেল আমাদের দেশের আবাল বৃদ্ধা বনিতা সকলেই তৃপ্তি সহকারে দেখে।সে দিন ফেসবুকে একটি কার্টুন দেখলাম এক গৃহ বধু স্টার জলসায় সিরিয়াল দেখার সময় এত নিমগ্ন হয়েছে যে তার বাচ্চাকে দূধ খাওয়াতে গিয়ে ফিটার মুখে না ধরে পাছায় ঠেসে ধরেছে আর বাচ্চা কেদেঁই যাচ্ছে।আমরা মানুষিক গুলামী থেকে মুক্ত না হতে পারলে আমারা আমাদের জাতী সত্তার বিলুপ্তি অতিসত্বর দেখতে পাব।দেশের সার্বভুমত্ব রক্ষা করাহবে সুদুরপরাহত।আমাদের সমাজের অধীকাংশ মানুষের মনমস্তস্ককে আচ্ছন্নকরে ফেলেছে অদের ধ্যানধারনা বিশ্বাস ওমতাদর্শ।অদের সভ্যতাই এখন তাদের সভ্যতা বলে মনে হয় এমনকি তাদের ভালমন্দ ও সত্যাসত্য নিজেদের মান দনড হিসেবে চিন্তাকরা শুরু হয়ে গিয়েছে।অনেকের মুখে একথা শুনে রীতীমত অবাক হয়েছি যে হিন্দৃদের মঙ্গলসুত্র নাকি তাদের খুব পছন্দ অদের পোশাক আশাক তাদের কাছে চিত্তাকর্শক বলে মনে হয়।চিন্তকরতে হবে এগুলি অদের আকাশ সাংস্কৃতিরই কূফল।আগে ভাবতাম ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দন্দের কথা এখন উপরলুব্ধি করছি ইসলাম ও ব্রাম্মন্যবাদী সভ্যতার দন্দই তুঙ্গে।আমাদের চিন্তা করতে হবে ক্রমশই আমরা জরিয়ে পরছি ভারতীয় অপসংস্কৃতির ধুম্রজালে এবং আবদ্ধ হতে যাচ্ছি মানুষিক রাজনৈতিক ঊভয় প্রকার গুলামীর বেড়াজালে।

বিষয়: রাজনীতি

৯৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298180
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা তো ভাই মানসিক ভাবে এখনও ডিগ্রি আর উচ্চপদের প্রতি অতি আনুগত্য কাটিয়ে উঠতে পারিনি। এটা আমাদেরই দুর্বলতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File