শিয়াল ও খাঁটাশ

লিখেছেন লিখেছেন এসো স্বপ্নবুনি ২২ জুন, ২০১৪, ১০:৩৯:৩৩ রাত

শিয়ালে কয় খাটাশেরে

কি করি কও দুস্ত ?

পশু পাখির দাম বেড়েছে

ক্যমনে খামু গুস্ত।

খাটাশ কহে মিছে মিছি

হচ্ছ কেন রুস্ঠ ?

মাছ মাংস নাই,বা খেলে

ওগুলি সব নষ্ট।

মোরগ মুরগী চুরি করা

বড়ই এখন কষ্ট

কক কক কক ডেকে উঠে

হাঁস মুরগী সব দুষ্ট।

শিয়ালে কয় শিয়ালনীরে

যাওনা বাপের বাড়ী

তরতাজা খাশি মোরগ

আন দু'তিন চারী।

শিয়ালনী কয় তোমার সাথে

রইল আমার আড়ী

যৌতুক কভু দিব নাকো

যাচ্ছি বাপের বাড়ী।

বিষয়: সাহিত্য

১৫৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237682
২২ জুন ২০১৪ রাত ১১:৩৭
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
২৬ জুন ২০১৪ রাত ০১:১৯
185417
এসো স্বপ্নবুনি লিখেছেন : ভাল লাগার জন্য ধন্যবাদ।
238540
২৪ জুন ২০১৪ রাত ১১:৫৯
এসো স্বপ্নবুনি লিখেছেন : ভাল লাগার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File