সরকারের প্রতি আবেদন। তাসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনা হউক।
লিখেছেন লিখেছেন কেমানিক ০২ আগস্ট, ২০১৪, ০২:২০:৫১ দুপুর
আজ গুরুজী সরকারের প্রতি আবেদন মূলক একটি লেখা পোষ্ট করেছেন। সে লেখাটিতে যে আবেদনটি গুরুজী করেছেন, তা হলো- তাসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য।
সেখানে গুরুজী উপস্থাপন করেছেন, তাসলিমা নাসরিনকে কি-কি কারণে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। আর তাসলিমা নাসরিনকে দেশে অবস্থান করতে না দেওয়াটা কি-কি কারণে অমানবিক।
সেই সাথে গুরুজী বলেছেন, যারা তসলিমা নাসরিনকে দেশ ছাড়া হতে বাধ্য করেছে, তাদেরও বিচারের সম্মূখীন করতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার চাইতে ভাল হয়, গরুজীকে লইয়া একদিন দৌলতদিয়া ফেরিঘাটের সেই পল্লী থেইক্যা বেড়াইয়া আসুন। তিনি শান্তি পাইবেন আমনেও মজা পাইবেন। আর তাসলিমারে লইয়া, নতুন ঝামেলাও মুক্ত হইবে।
ভারতের দালাল ড. কবির চৌঙ, ইস্রায়েলের দালাল মুগরী কবির যদি দেশে থাইকতে পারে, হেই মাইয়ার কি অসুবিধা?
এহন হেই মাইয়ারে না আসার জন্য কেডা ধইরা রাইখছে? আর আমনের ওস্তাদ গুড়া মিয়ার কি দরকার পড়ছে, হের পিছনে লাইগা থাকনের? আসল কথা হইল দেশের বুড়ো মার্কা গুড়া মিয়ারাই যত ফষ্টি নষ্টির মূল। বেচারীর যন্ত্রপাতি এমনেতেই বিকল হবার পথে, আমনের ওস্তাদ গুরামিয়াকে দয়া কইরা হেই মাইয়ার পিছন ছাড়িতে বলেন।
তবে, গুরুজীর দৃষ্টিতে তাসলিমা নাসরিন কোন অন্যায় করে নি।
বটেই, গুরুজী ঐ মাইয়ারে দোষি কইলে তো নিজেও দোষি হইয়া যায়। গুরুজীকে পবিত্র থাকিতে হইলে তাসলিমারে পবিত্র রাখিতে হইবে। এটাই তো ভবজগতের নিয়ম। কাউরে অপরাধী বইলা তার সাথে দহর মহররম ও অপরাধ, হেই জন্য তসলিমারে আগে নির্দোষ কইতেই হইবে।
তবে মানবিক দৃষ্টিকিোণ থেকে বিবেচনা করলে, তাসলিমা নাসরনিকে দেশে ফিরে আসার সুযোগ প্রদান করা উচিৎ বলে মনে করি।
আর দরদের ব্যপারে বলতে গেলে, মানবিকতার প্রশ্নে শুধু গুরুজী নয়, মানবতাবোধ সম্পন্ন সকলেরই এ ব্যপারে দরদী হওয়া উচিৎ।
আর আস্তিকতার প্রশ্নে, আপনি আস্তিক নান নাস্তিক তা পরীক্ষা করে দেখলে বুঝা যাবে।
মন্তব্য করতে লগইন করুন