শুধুমাত্র মোল্লাদের কারণেই সৃষ্টির সকল প্রাণী নামাজ থেকে বঞ্চিত হয়েছে।

লিখেছেন লিখেছেন কেমানিক ২২ জুলাই, ২০১৪, ০৮:০৪:২৩ রাত

আল্লা সৃষ্টির সকল প্রাণীর জন্যই নামাজের আদেশ করেন। আর সৃষ্টির সকল প্রাণীই তা মানতে বাধ্য ছিল। কিন্তু এই মোল্লাদের কারণেই সৃষ্টির সকল প্রাণী নামাজ থেকে বঞ্চিত হয়েছে।

আল্লাহ আদেশ মত সৃষ্টির সকল প্রাণীই যদি নামাজ পড়তো, তাহলে- আসমান ও যমিনে তাদের নামাজ পড়ার জন্য যত মসজিদ তৈরী হতো, ও সকল প্রাণীর নামাজে ব্যবহৃত টুপি তৈরী করেই অনেকে জীবিকা নির্বাহ করতে পারতো। কিন্তু, শুধু মাত্র মোল্লাদের সকল সৃষ্টি অপেক্ষা বড় থাকতে চেষ্টা করার জন্যই সৃষ্টির সকল প্রাণী নামাজ থেকে বঞ্চিত হয়ে, শুধু মাত্র মোল্লারাই নামাজ পড়ার অধিকার আদায় করে নেয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247298
২২ জুলাই ২০১৪ রাত ০৮:১৭
সদা মানুষ লিখেছেন : বুঝলাম না।bro
২২ জুলাই ২০১৪ রাত ০৮:১৯
191997
কেমানিক লিখেছেন : আপনি কি লিংক টি ঘুরে এসেছেন? না আসলে দয়া করে লিংকটি ঘুরে আসুন, সব বুঝতে পারবেন।
247454
২৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৫১
অয়ন০৩১ লিখেছেন : পথিক তুমি পথ হারাইয়াছো!
২৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৬
192197
কেমানিক লিখেছেন : আপনি যে পথ হারা নয়, তার নিশ্চয়তা কী?
২৪ জুলাই ২০১৪ সকাল ১১:১৯
192407
অয়ন০৩১ লিখেছেন : আপনি এবং আপনার ্ওয়েব পেজ কোরআন এর আয়াত ব্যবহার করে নাস্তিকতাবাদ প্রচার করছেন,আপনি পথভ্রষ্ট। আর আমার সম্পর্কে আপনি জানেন না, তাই মন্তব্য না করাই ভাল। আপনি মুসলিম হলে ত্ওবা করুন,আর অমুসলিম হলে কোরআন নিয়ে তামাশা বাদ দিন।
২৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৬
192444
কেমানিক লিখেছেন : মূলতঃ আপনারাই যে নাস্তিক না, তার প্রমাণ কি? সে সূত্র ধরে আমিও কি আপনাকে তওবা করার জন্য আহবান করতে পারি না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File