যাহা পরীক্ষা করলে জীবের অতীত ভবিষ্যত, ও সতী অসতী প্রমাণ করা যায়।
লিখেছেন লিখেছেন কেমানিক ১৭ জুলাই, ২০১৪, ১১:২১:৪৫ সকাল
আজ গুরুজী একটি লেখা পোষ্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন। জীবের সকল চারিত্রীক বৈশিষ্ট ধারণ করে জীবে অবস্থিত কোন উপাদান। আর সে উপাদানটি পরীক্ষার মাধ্যমে কে চোর বা কে সাধু, ও কে সতী ও কে অসতী তা নির্ধারণ করা সম্ভব হবে।
এমন কি- সে সূত্র ধরে, কে চোর, কতবার চুরি করেছে, কে খুনি ও কতবার খুন করেছে, কে সাধু ও কতটুকু সাধুত্ব অর্জন করেছে, কে কোন নেশা দ্রব্য কতটুকু গ্রহন করেছে, এমন কি, কে জীবণে মোট কতবার শুক্র ক্ষয় করেছে বা ডিম্বাণু ক্ষয় করেছে, তার কতবার স্বপ্ন দোষের মাধ্যমে, কতবার হস্ত মৈথুনের মাধ্যমে, কতবার নারী বা পুরুষ মিলনের মাধ্যমে ও মোট কতজন নারী বা পুরুষের সাথে মিলন করেছে, সে সকল নারী বা পরুষদের জীব বৈশিষ্ট, আকার আকৃতি সহ সকল বিষয়ের প্রমাণ রক্ত উপাদানের মধ্যে রয়ে গেছে, এবং শুধু মাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই এ সকল বিষয় নিশ্চিৎ হওয়া সম্ভব। এমন কি- রক্ত উপাদান পরিবর্তন না করলে আগামীতে সে কি কি করবে তাও নির্ধারণ করা সম্ভব।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন