মোল্লারা কোরাণের কিছুই বুঝে না। তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু।
লিখেছেন লিখেছেন কেমানিক ১২ জুলাই, ২০১৪, ০৪:৪৬:২৩ বিকাল
যাহারা আকাশে উদিত চন্দ্র ও সূর্য্যের হিসাবে এবাদত করছে, তারা এবাদত বিষয়ে কোনই জ্ঞান রাখে না।
এবাদত করতে হলে আপনাকে এবাদতের চন্দ্র ও এবাদতের সূর্য্য চিনতে হবে।
প্রচলিত কোরাণ আকাশের এই চন্দ্র ও সূর্য্য দেখে এবাদত করতে বলেন নি। তিনি মূলতঃ এবাদতের সূর্য্য ও এবদতের চন্দ্র হিসাবেই এবাদত করতে বলেছেন।
যারা আকাশের এই চন্দ্র ও সূর্য্য দেখে এবাদত করে, তারা আল্লাহ, কোরাণ ও রাসুলের শত্রু।
যদি কারও এবাদত করার ইচ্ছা থাকে তাহলে এবাদতের চন্দ্র ও এবাদতের সূর্য্য চেনার চেষ্টা করুন।
এবাদতের সূর্য্য ও এবাদতের চন্দ্র চিনতে এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন