"আপনি কি আপনাকে ভালোবাসেন?এক নজরে নিজেকে ভালোবাসতে শিখুন"
লিখেছেন লিখেছেন কেমানিক ১৩ জুন, ২০১৪, ১০:৫৮:৪৮ রাত
কম্পিউটার ও ইন্টারনেট আবিস্কারের পরে মানুষের বিচরণ ক্ষেত্র ও জানার পরিধি পূর্বের তুলনায় একটু হলেও বেশি হয়েছে। আর সে সুবাদেই এখন আমরা ঘরে বসেই, পৃথিবীর প্রায় সকল বিষয়ই জানতে পারি, কয়েক মিনিটের ব্যবধানে। সে সূত্র ধরেই আমার নেট জগতে ছুটাছুটি অজানা বিষয় জানার আগ্রহে। এভাবে ঘুরতে ঘুরতে একটি যায়গায় এসে একটি বিষয় পড়ার পরেই আমার চোখ আটকে গেল, ও আমার জীবণের অনেক বিষয় পরিবর্তনে আমি মনযোগী হয়ে গেলাম। এবং তা পরিবর্তনে আমি আমার জীবণের মূল্য খুঁজে পেলাম। খুঁজে পেলাম আমি আমার জীবণের বাস্তবতা। কি সে বিষয় যা আমাকে, আমার জীবণের রাস্তা বাতলে দিলো। আপনারা কি তা জানতে চান?
তাহলে দেখুন-
আপনি কি আপনাকে ভালোবাসেন? এক নজরে নিজেকে ভালোবাসতে শিখুন।
লিখেছেন- গুরুজী।
আমি আমার চেয়ে বিশ্বে আর কাউকেই বেশি ভালোবাসি না। আমি যাহা কিছু করি প্রথমতঃ আমাকে ভালো রাখার জন্যই করি।আমার ভালো থাকার পথে যাহা যাহা অন্তরায় তাৎক্ষনিক তাহা আমি পরিহার করি।
কেউ যদি বলে আমি আমা অপেক্ষা তোমাকে অধিক ভালোবাসি।তাহলে সে মিথ্যা বলে নয় তো অজ্ঞতাবশতঃ বলে।
বলবেন মা,বাবা,স্ত্রী-পুত্র এদের সেবা করেননা?অবশ্বই করি, এবং সেটা তাদের জন্য নয় সেখানেও আমি নিজে ভালো থাকার জন্যকরি। কেননা তারা অসান্তিতে থাকলে আমার কষ্ট লাগে তাই আমার কস্ট নিবারনের জন্যই আমি তাদের দেখা শোনা করি। বলবেন ভিক্ষুককে ভিক্ষা অথবা অসহায়কে সহায়তা করেন না? করি, এবং সেটা আমি ভালো থাকার জন্যই করি। কেননা তাদেরকে সহায়তা করতে পারলে একটি পুন্য করতে পেরেছি ভেবে মনে প্রশান্তি লাগে। অতএব এটা আমি আমার জন্যই করি। আর প্রতিটি জীবেরই তার নিজেকে ভালো ভালোবাসা উচিত।
তবে ভুলেও যেন ইচ্ছাকে ভালোবাসবেন না।সে আপনাকে রসাতলে নেওয়ার জন্য সদা ব্যকুল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই সে কিন্তু আপনার ক্ষতি সাধন করে ছাড়বে।সাবধান!
এক নজরে- আপনি আপনাকে ভালোবাসেন না আপনার ইচ্ছাকে ভালোবাসেন তা যাচাই করে নিন।
যদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। কারণ আপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে মিথ্যাবাদী রুপে উপস্থাপন করতে পারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে মিথ্যাবাদী রুপে উপস্থাপন করেন,তাহলে আপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে ভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।
যদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই আপনি চুরি করতে পারবেন না। কারণ আপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে চোর রুপে উপস্থাপন করতে পারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে চোর রুপে উপস্থাপন করেন,তাহলে আপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে ভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।
যদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই খুন করতে পারবেন না। কারণ আপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে খুনি রুপে উপস্থাপন করতে পারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে খুনি রুপে উপস্থাপন করেন,তাহলে আপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে ভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।
যদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে কখনই মাদক, ধুমপান বা নেশা জাতীয় কিছু করতে পারবেন না। কারণ আপনি আপনাকে ভালোবাসলে কখনই আপনাকে সমাজের কাছে নেশাখোর রুপে উপস্থাপন করতে পারেন না। আর যদি আপনি আপনাকে সমাজের কাছে নেশাখোর রুপে উপস্থাপন করেন, তাহলে আপনি কখনই আপনাকে ভালো বাসেন না। আপনি ভালোবাসেন আপনার ইচ্ছাকে।তাই নিজেকে ভালোবাসতে হলে আগে আপনার ইচ্ছাকে পরিহার করুন।
এখন ভাবুন আপনি কি আপনাকে ভালোবাসেন নাকি ইচ্ছাকে।
দয়া করে এখন থেকে নিজেকে ভালোবাসতে শিখুন।
গুরুজীর অন্যান্য লেখা পড়তে চাইলে, দয়া করে এখানে ক্লিক করুন আমার বিশ্বাস আপনার ও জীবণের মোড় ঘুরে যাবে।
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন