ক্ষমো মোরে

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ১১ এপ্রিল, ২০১৫, ১২:০৬:১৩ দুপুর

ওগো বিদ্রোহী, কবিগুরু, কিশোর কবি

রুপসীবাংলার রূপকার আরও অনিলাদেবী

ক্ষমা কর মোরে।

আসিতে পারিব না তোমাদের দ্বারে

কিছুদিনের তরে, কবি মানসে।

হয়তো তোমরা থাকিবে মোর শিয়রের পাশে

অলস ধুলোয় মলিন হবে তোমাদের দেহ

সময়টুকও হবে না তাহা মুছিবারে।

জিনোম সিকোয়েন্স, এক্স-রে, তড়িৎ চৌম্বকীয় বল

সামান্তবাদ, পুঁজিবাদ জাতীয়তবাদ আরো কত তত্ত্ব

অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি

গিলিতে হবে মোরে ইতিহাস আরো যত শক্ত।

হ্যাঁ, তোমাদের কাছেও আসিব

তবে অন্য এক বেশে

‘সাহিত্যে জ্যাঠামী’ প্রমথবাবু বলেন যাহাকে।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314245
১১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সুন্দর লিখেছেন ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫১
255236
শ্রান্তপথিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
314286
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
আফরা লিখেছেন : ক্লান্ত-শ্রান্তপথিক ভাইয়া কি লিখেছেন আমি বেশি বুঝি নাই ।
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
256635
শ্রান্তপথিক লিখেছেন : সামনে আমার পরীক্ষা। তাই টেবিলে ‍উপরোক্ত কবি সাহিত্যিকদের বই থাকা সত্ত্বেও তা পড়ার সুযোগ হবে না। পড়তে হবে রাজনীতি, চলতি বিশ্ব, বাংলাদেশ ও আন্তর্জাতিক সমসাময়িক ঘটনাবলী ইত্যাদি। তাই তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তবে হ্যা, সাহিত্য পড়া হবে, তবে তা হবে সমলোচনামূলক-জোর করে গিলতে হবে, যাকে প্রমথ চৌধুরী ‘সাহিত্যে জ্যাঠামি’ বলেছেন। এবার বুঝা গেল তো আফরা ভাইয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File