এমন প্রগতিশীলতা, মুক্তমননশীলতায় দিনে দুপুরে হিসি করি

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ২৫ মার্চ, ২০১৫, ০১:১০:২৪ দুপুর

দেশের কিছু তথাকথিত শিক্ষিত (?) আছে যারা নিজেকে প্রগতিশীল, মুক্তমনা দাবি করে ( তারা এসব বিষয়ে কতটুকু জ্ঞান রাখে-তা তর্ক সাপেক্ষ), অথচ একজন পাঞ্জাবী-টুপি পড়ুয়া দাড়িওয়ালা কিংবা পাঞ্জাবী টুপি পড়ুয়া এতিমদের সহ্য করতে পারে না। এই যদি হয় তাদের প্রগতিশীলতা, এই হয় তাদের মুক্তমননশীলতা, তাহলে তাদের প্রগতিশীলতা, মুক্তমননশীলতায় দিনে দুপুরে হিসি করি।

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311036
২৫ মার্চ ২০১৫ দুপুর ০২:১১
হতভাগা লিখেছেন : রাতে ঘুমের মধ্যে হিসি কইরেন , সেটার ইমপেক্ট আরও শক্ত হবে ।
২৫ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৭
252072
শ্রান্তপথিক লিখেছেন : না ভাই, অমন প্রগতিশীলতা, মুক্তমননশীলতা সম্পর্কে জনগণেরও জানার অধিকার আছে। ওই জন্যে দিনে দুপুরে।
311045
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : প্রগতিশীলরা যেমন বেশী প্রগতিশীল তেমন প্রতিক্রিয়াশীলরা বেশী প্রতিক্রিয়াশীলরা। যার ফলেই সমাজে এই সমস্ত সমস্যা বিরাজ করতেছে।
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩০
252080
শ্রান্তপথিক লিখেছেন : ওরা প্রগতিশীল নয়, প্রগতিশীলতার মুখোজধারী
311049
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:২০
আবু জান্নাত লিখেছেন : ওরা মুক্ত মানর নামে সংকীর্ণ মনা। উদাহরণ স্বরুপ বলা যায়: রসে ভরা ফল নাম তার আনারস(রসহীন), দানা ভরা ফল নাম তার বেদানা (দানাহীন)। হিংসুটে ও সংকীর্ণতায় ভরা নাম তার মুক্তমনা। ধিক শত ধিক এমন মুক্তমনাদের।
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩০
252081
শ্রান্তপথিক লিখেছেন : হিংসুটে ও সংকীর্ণতায় ভরা নাম তার মুক্তমনা। ধিক শত ধিক এমন মুক্তমনাদের-ভালই বলেছেন আবু জান্নাত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File