এমন প্রগতিশীলতা, মুক্তমননশীলতায় দিনে দুপুরে হিসি করি
লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ২৫ মার্চ, ২০১৫, ০১:১০:২৪ দুপুর
দেশের কিছু তথাকথিত শিক্ষিত (?) আছে যারা নিজেকে প্রগতিশীল, মুক্তমনা দাবি করে ( তারা এসব বিষয়ে কতটুকু জ্ঞান রাখে-তা তর্ক সাপেক্ষ), অথচ একজন পাঞ্জাবী-টুপি পড়ুয়া দাড়িওয়ালা কিংবা পাঞ্জাবী টুপি পড়ুয়া এতিমদের সহ্য করতে পারে না। এই যদি হয় তাদের প্রগতিশীলতা, এই হয় তাদের মুক্তমননশীলতা, তাহলে তাদের প্রগতিশীলতা, মুক্তমননশীলতায় দিনে দুপুরে হিসি করি।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন