নিজেকে জানুন

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ১৮ জুন, ২০১৪, ০৮:৩০:১১ রাত

‘নিজেকে জানুন বা চিনুন’ এ শিক্ষা সকল ধর্মেরই। এ কথার নিগুঢ় অর্থ বিশাল হলেও সহজভাবে এর দাড়ায় ‘‘কে আমি, কেন আমি’’ এর উত্তর খুঁজে বের করা। বলাটা যত সহজ, করাটা তত কঠিন। অনেক মনীষি সারা জীবন কাটিয়ে দিয়েছেন এই বিষয়ের উপলব্ধির পিছনে।

এ বিষয়টির অনেক ব্যাখ্যা-বিশ্লেষণ বা শাখা-প্রশাখা রয়েছে। তারমধ্যে ছোট্ট একটি হচ্ছে ‘নিজের একটি আদর্শ বা দর্শন থাকা’। এই আদর্শ বা দর্শন নিয়েই মানুষ তার সারাজীবন পরিচালিত করে। পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই আদর্শ বা দর্শন তাকে পরিচালিত করে। এই আদর্শই তাকে শিখিয়ে দেয় কোনটি ভাল কোনটি মন্দ। আর এই আদর্শ গড়ে ওঠে পরিাবার থেকে। আজ দেশ ও সমাজের করুণ পরিণতির জন্য ‘আদর্শহীনতাই’ দায়ী। আদর্শহীনতার দরুন যে যা চাচ্ছে ,তাই করে যাচ্ছে। কোন প্রকার জবাবদিহিতার বালাই নেই।

তাই দেশ জাতি ও সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য সবার আগে এই আদর্শ প্রয়োজন।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310266
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
আফরা লিখেছেন : খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File