ছেড়ে দে মা কেঁদে বাঁচি

লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ০৮ জুন, ২০১৪, ০৯:০১:৫০ রাত

অতি উৎসাহ ভাল নয়-বিষয়টি সবারই জানা। এর ফল আমরা হাতেনাতে অনেক পেয়েছি এবং অন্যকেও পেতে দেখেছি। এবার আসা যাক মূল কথায়। শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই আমাদের দেশে বিশ্বকাপ ‘জ্বর’ শুরু হয়ে গেছে। চায়ের দোকান থেকে রাস্তা ঘাট সবখানেই আলোচনা। আর্জে ন্টিনা ব্রাজিল বিতর্ক তো আছেই। অনেকে প্রিয় দেশের পতাকা উড়িয়ে জানান দিচ্ছেন নিজের পছন্দের কথার। বাড়ির ছাদ সয়লাব পতাকা দিয়ে। অন্য দেশের পতাকা ওড়ানো ভাল না খারাপ তা বলব না। তবে জাতি হিসেবে আমরা যে অনেক আবেগ প্রবণ তার প্রমাণ এই পতাকাগুলোই। আমাদের দেশে বিশেষ করে এত হারে যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টানানো হয়, তা আর্জেন্টিনা ও ব্রাজিলের নাগরিকরা জানেন কি না জানিনা, তবে এ দৃশ্য দেখে যে তারা মুগ্ধ না হয়ে পারবেন না এটা নির্দ্বিধায় বলা যায়। তবে এবার যে ঘটনার অবতারণ করব, তা যদি তারা দেখেন বা শোনেন। তাহলে তারা বলবেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

গতকাল দুই বন্ধু আমাকে দুটি ছবি দেখালেন। এক ছবিতে দেখা গেল, গ্রামের কাঁচা টয়লেটের পর্দা হিসেবে ব্যবহার করা হয়েছে আর্জেন্টিনার পতাকাকে। আরেকটি ছবিতে দেখা গেল, দুটি হালের বলদের গায়ে ব্রাজিলের পতাকা। একটি দেশকে আপনি সাপোর্ট নাই করতে পারেন, তাই বলে তার পতাকাকে অপমান করার অধিকার কারো নেই। পতাকা হচ্ছে একটি দেশের পরিচয়ের প্রতীক। পতাকার অপমান মানে দেশেরই অপমান। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল বলেনি যে, আমাদের সাপোর্ট করুন। কিন্তু অতি উৎসাহী হয়ে সাপোর্ট করতে গিয়ে দু’দেশকেই অপমান করা হচ্ছে। এই অবস্থা যদি আর্জেন্টিনা কিংবা ব্রাজিল দেখে, তাহলে বলবে ‘‘তোদের মত লোকদের সাপোর্ট আমাদের প্রয়োজন নেই”।

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File