মানব মস্তিস্ক সম্পর্কে অল্প কিছু কথা

লিখেছেন লিখেছেন স্পর্শের বাইরে জাহিদ ১৩ জুন, ২০১৪, ১০:৪৭:৪৩ সকাল

● মানুষের মস্তিষ্কে যদি ৫

থেকে ১০ মিনিট অক্সিজেনের

সরবরাহ

না থাকে তাহলে তা চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ

হতে পারে।

● গড়পরতা ৪০ বছর বয়স

পর্যন্ত মানুষের মস্তিষ্ক

পক্বতর হতে পারে।

● আমাদের শরীরে প্রবাহিত মোট

অক্সিজেন ওরক্তের শতকরা বিশ

ভাগই মস্তিষ্ক ব্যবহার করে।

● জেগে থাকা অবস্থায় আমাদের

মস্তিষ্ক যে পরিমাণ

শক্তি উত্পন্ন করে তা ছোট

একটি বৈদ্যুতিক বাতি জ্বালানোর

জন্য প্রয়োজনীয় বিদ্যুতের

সমতূল্য।

● গঠন বিবেচনায় আমাদের

মস্তিষ্কের ৬০ শতাংশই

হলো চর্বি।

● একজন মানুষের মস্তিষ্কের

ওজন সাধারণত তার দেহের

ওজনের শতকরা ২ ভাগের

মতো হয়।

● গবেষকদের মতে মানব

মস্তিষ্ক যে পরিমাণ তথ্য ধারণ

করতে পারে সেটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার

মোট তথ্যের প্রায় পাঁচ গুণ।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234471
১৩ জুন ২০১৪ সকাল ১১:২৪
নীল জোছনা লিখেছেন : তথ্যসমৃদ্ধ লেখা। অনেক ধন্যবাদ
234475
১৩ জুন ২০১৪ সকাল ১১:৫০
হতভাগা লিখেছেন : মস্তিষ্কের একমাত্র ফুয়েল হল গ্লুকোজ (শর্করা)।

তাই হাইপোগ্লাইসেমিয়াতে (রক্তে গ্লুকোজের পরিমান কমে গেলে) নিউরোলোজিকাল (স্নায়ুবিধ) সাইনই (লক্ষণই) বেশী প্রকট হয়ে ওঠে ।

তাই এরকম হলে যতদ্রুত সম্ভব ভিকটিমকে গ্লুকোজ বা চিনির সরবত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো হয় ।
234487
১৩ জুন ২০১৪ দুপুর ১২:৩৫
পবিত্র লিখেছেন : ভালো লাগলো। Happy
234497
১৩ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
আহ জীবন লিখেছেন : ব্রেইন সেল গুলো বৈদ্যুতিক ও রাসায়নিক প্রক্রিয়ায় যে কত দ্রুত সিদ্ধান্ত নেয় এবং একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কত সংখ্যক নিউরন সেল-এর পারস্পরিক যোগাযোগ প্রয়োজন তা কল্পনা করতে গেলেও বিস্ময়ে হতবাক হয়ে যাতে হয়। জার্মানির বিখ্যাত ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট এর পরিচালক ড. ম্যানফ্রেড ইগান পরীক্ষা করে দেখেছেন যে, ব্রেনের কোন কোন কেমিক্যাল রি-একসান সংগঠিত হতে সময় লাগে মাত্র সেকেন্ডের ১০ লক্ষ ভাগের ১ ভাগ। তিনি বলেছেন একটি দ্রুতগামী গাড়ির নিচে পড়া থেকে বাচার জন্য এক পা পিছিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া ও তা কার্যকরী করার জন্য ১ লক্ষ নিউরনের যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজন হয় এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় ১ সেকেন্ডেরও কম সময়ে।
234694
১৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৩
স্পর্শের বাইরে জাহিদ লিখেছেন : ধন্যবাদ সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File