আমি...
লিখেছেন লিখেছেন সালেকিন সিফফিন ০৬ জুন, ২০১৪, ১১:০০:২৮ রাত
ছোট বেলা থেকেই আমি আত্ম ভোলা ও আত্ম চোরা।
আত্ম ভোলা মানে আত্ম কেন্দ্রিক।
আর আত্ম চোরা মানে বর্ণ চোরা।
মৃত্যু ও মিথ্যা কে আমি খুব ঘৃণা করতাম।
এখন মৃত্যূ কে করি কিন্তু মিথ্যা কে নয়।
যেদিন আমার জীবনের সকল মিথ্যার মৃত্যু হবে,
সেদিনই আমার জীবনে মৃত্যূ আসবে সত্য হয়ে ।
মত্ত হয়ে অসত্যএর গিরি খাদে আমি সত্য খুজি।
সত্য খুজি আমি মিথ্যার দাবানলে ছাই হওয়া তপ্ত স্তুপে।
বিষয়: সাহিত্য
৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন