অর্থ দিয়ে যায় না কেনা:

লিখেছেন লিখেছেন আনসারী১৪ ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:১৬:০৬ বিকাল

অর্থ থাকলে অনেক কিছু করা যায়। নিজের ক্ষমতা বাড়ানো যায়। বিশাল অট্টালিকা বানানো যায়।ভালো ভালো খাওয়া যায় পরা যায়।কিন্তু অর্থই কী সব?

সময়:পারবেন কী অর্থের বিনিময়ে হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে নিতে? না পারবেন না। সময়কে অর্থ দিয়ে কেনা যায় না।

মান সম্মান: অর্থের বিনিময়ে অন্যকে বশীভূত করা যায়। কিন্তু মর্যাদা অর্জন করা যায় না।তাই অর্থ থাকলেই যে মর্যাদাবান হওয়া যায় কথাটা ঠিক নয়।

আত্নতৃপ্তি: আত্নতৃপ্তি কখনো টাকা পয়সা দিয়ে আসেনা ।তা নিজের মন থেকে আস। টাকা পয়সা ধনদৌলত থাকলেই আত্নতৃপ্তি আসেনা।

প্রতিভা: অর্থের বিনিময়ে প্রতিভা কখনও কেনা যায় না এর জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম ও অধ্যাবসায়।তবে একথা ঠিক যে, প্রয়োজনীয় অর্থ প্রতিভা অর্জনে সহায়ক।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296697
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৯
আফরা লিখেছেন : অর্থ দিয়ে অনেক কিছু পাওয়া যায় তবে সব কিছু নয় । ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File