শবে বরাতঃ করনীয় কি?
লিখেছেন লিখেছেন আনসারী১৪ ১৩ জুন, ২০১৪, ১১:৪৪:২২ সকাল
আমাদের মাঝে প্রতি বছর শবেবরাত আসে আবার চলে যায়।এ উপলক্ষে অনেকে ইবাদত বন্দগী করে আবার কেউ হয়তো বা করেনা।কিন্ত সমস্যা একটি বারবার দেখা যায়।আর তা হল কেউ শবেবরাত উপলক্ষ্যে ইবাদত বন্দেগি করলে একটি গ্রুপ এটাকে সরাসরি বিদআত আখ্যা দিয়ে থাকেন।অনেকে এ তারিখে নফল রোজা রাখেন।এটাও নাকি করা উচিত নয়।আমরা যারা দুর্বল ইমানের অধিকারী মুসলমান তারা তো বিদাআত হিসেবে নয় বরং ভাল নিয়তে সওয়াবের আশায় শবেবরাত উপলক্ষে রাতে ইবাদত ও দিনে রোজা রাখার চেস্টা করি।কিন্তু ভাল কাজ করতে গিয়ে যদি বিদাআত এর মত জঘন্য পাপের অংশীদার হয়ে যায় তা হলে আমাদের জন্য তা দু্র্ভাগ্যের কারন হবে।
তাই সকলের কাছে আমার অনুরোধ রইল, কুরআন ও হাদিসের আলোকে এসকল বিভ্রান্তি দুর করে সরলপ্রাণ ইমানদারদেরকে পবিত্র শবেবরাত এর করনীয় ও বর্জনীয় আমল সম্পর্কে সঠিক ধারনা দান করা।
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9146/Tarek_ctg/47241#.U5sL6Sjzu5c
মন্তব্য করতে লগইন করুন