অহংকার মানুষকে ধ্বংস করে কিন্তু মেসির ভালবাসা ভরা মনের কারনে তা হয়নি।মানুষের হৃদয় জয় করা শিখতে হবে অামাদের।

লিখেছেন লিখেছেন সাইফুল সোহেল ১৮ জুন, ২০১৪, ১০:৩৬:৩৬ রাত

লিওনেল মেসিকে একবার ছুঁয়ে দেওয়া! সাগরের অতলে লুকোনো মণিমুক্তা পাওয়ার চেয়ে কিছু কম কি। প্রতিদিন কত মানুষের প্রার্থনায়ই হয়তো ঘুরেফিরে আসে একবার ওই হাতে হাত মেলানোর আকাঙ্ক্ষা। খুদে এক মেসিভক্তের জীবনের লক্ষ্যই হয়তো ছিল স্বপ্নের নায়ক মেসির সঙ্গে শুধু একবার করমর্দন। সেই মেসিকে হাতের কাছে পাবে জেনে হয়তো আগের কয়টি রাত ঘুমই আসেনি ছোট্ট দু চোখে। অথচ মেসি কী করলেন, ছোট্ট সেই ছেলের বাড়িয়ে দেওয়া হাত অগ্রাহ্য করে চলে গেলেন!

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের টানেলে দুই দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে সারি বেঁধে দাঁড়িয়ে ছিল মাসকটেরা (খেলোয়াড়দের সঙ্গে মাঠে ঢোকা ছোট শিশুর দল)। এদেরই একজন এগিয়ে এসে মেসির দিকে হাত বাড়িয়ে দেয়। কিন্তু মেসি তার বদলে হাত মেলান পাশে দাঁড়িয়ে থাকা ম্যাচ কর্মকর্তার সঙ্গে। ভাঙা মন নিয়ে ছেলেটি ফিরে যায়।

এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুকে। সবাই অবাক। গোটা পৃথিবী যেই মেসিকে চেনে তাঁর তো এমনটা করার কথা নয়। তবে কি তুমুল তারকাখ্যাতি আর আকাশচুম্বী সাফল্য শেষমেশ মেসির দু চোখেও বেঁধে দিয়েছে অহংকারের কালো পট্টি? মেসিকে ঘিরে উঠল আলোচনা সমালোচনার ঢেউ।পরে সেই খুদে ভক্তকে ডেকে নিলেন কাছে

না, মেসিকে কখনো ভুল চেনেনি বিশ্ব। পৃথিবীর হাজারো হূদয় ভরিয়েই যার কারবার, তিনি কি জেনেশুনে কখনো হূদয় ভাঙতে পারেন! সেই দিনের সেই খুদে ভক্তকে পরে ঠিকই খুঁজে বের করেছেন মেসি। সেদিনের কষ্ট হাজার গুণ আনন্দে পরিণত করেছেন শিশুটির জন্য। একসঙ্গে কাটিয়েছেন বেশ কিছু সময়। ছেলেটির মুখে তখন রাজ্য জয়ের হাসি। প্রিয় ফুটবলারকে এত কাছে পাওয়া যে রাজ্যজয়ের চেয়েও বড় কিছু

উৎস-প্রথম আলো

বিষয়: বিবিধ

৯৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236523
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৫৬
হতভাগা লিখেছেন : ইউটিউবে ছড়িয়ে পড়ায় ধরা খেয়ে এখন ভাল মানুষ সেজেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File