পামির মালভূমি এবং কিউই ক্রিকেট দল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৮ অক্টোবর, ২০১৬, ০২:০৮:৪৩ রাত
পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ছোটবেলা থেকে পড়তে পড়তে টটস্থ হয়ে গেছে। সেই ক্লাস থ্রি থেকে পড়ছি। থ্রি থেকে পড়ার কারন এই যে ক্লাস থ্রিতেই আমি প্রথম বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম।
সেই থেকে সাধারণ জ্ঞান পড়া শুরু। অনেক পরে জানলাম যে পামির মালভূমি হচ্ছে পৃথিবীর সব চেয়ে উঁচুতে অবস্থিত মালভূমি।
এখন জানতে হবে মালভূমি কাকে বলে। ধরেন আপনি কোন পাহাড়ি এলাকায় ঘুরতে গেলেন। বিশাল বিশাল পাহাড়ে চড়তে হচ্ছে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, সমতল ভূমি বলে কিছু নেই। অনেক কষ্টে একটা পাহাড়ের উপরে উঠলেন, অনেক উঁচুতে। হাঁপাতে হাঁপাতে দেখলেন সামনে বিশাল এক সমতল মাঠ!!! অনেক গুলো উঁচু উঁচু পাহাড়ের উপরে বিশাল এক খোলা মাঠ। এই মাঠটাকেই ভূগোলের লোকেরা আদর করে ডাকে মালভূমি। পামির মালভূমি যে পাহাড় গুলোর উপরে সেই পাহাড় সারির সবচেয়ে উঁচু পর্বতের নাম" মাউন্ট এভারেস্ট"। আশা করি বুঝতে পারছেন পৃথিবীর ছাদ কত উপরে অবস্থিত!!!! তবে জায়গাটা পড়েছে তাজাকিস্তানে(মধ্য এশিয়ার একটা দেশ)।
নিউজিল্যান্ড ক্রিকেট দলকে অনেক সময় পত্রিকায় দেখবেন লিখে "কিউই" দল বলে। ছোট মামা একদিন আমাকে জিজ্ঞেস করে বসলেন কেন নিউজিল্যান্ড দলকে কিউই দল বলে?? আমি পারিনি আর মামা তো জানেই না। জেনে দেখলাম যে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হচ্ছে কিউই নামের এক প্রকার পাখি। নিউজিল্যান্ডে এই পাখি খুবেই জনপ্রিয়। তাই আমাদেরকে যেমন টাইগার বলা হয় তেমনি তাদেরকে বলা হয় কিউই।
পৃথিবীতে আসলে অজানা জিনিসে পরিপূর্ণ। মাঝেমাঝে নিজেকে বোকাবোকা লাগে। কত কম জানি আমি!!!!
বিষয়: বিবিধ
২১২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রেগে বয়েজ / বাফানা বাফানা বয়েজ কাদের বলা হয় ?
মন্তব্য করতে লগইন করুন