শেখ সাদির গল্পের ২য় মোরাল...............

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১৬:২৬ রাত

আমি যখন নতুন নতুন টি-শার্ট, জিন্স পরে গম্ভির মুখে হাটাহাটি করারেষ্টা করি তখন আমার মা আমাকে প্রায় সময় একটা গল্প শুনায়, বুঝাতে চায় যে জামা কাপড়ে নয়, মানুষের সম্মান তার জ্ঞান-বুদ্ধিতে। গল্পটা আপনারা অনেকেই জানেন। শেখ সাদিকে নিয়ে। ঐ যে তিনি সাধারন জামা পরে যাওয়ার কারনে রাজবাড়ির প্রহরী উনাকে গেট দিয়ে ঢুকতে দিলেন না, পরে উনি সুন্দর জামা কাপড় পরে যাওয়ার পর উনাকে ঢুকতে দেওয়া হল। তারপর উনি সব খাবার জামার পকেটে ঢুকানো শুরু করলেন। এই কাহিনি বলে মা তৃপ্তির হাসি দেন। মোরাল বুঝান যে সুন্দর জামা কাপড় কিছুনা, তেজপাতা...............

আমি একদিন মাকে বললাম যে, মা আপনি ১টি মোরাল বলেছেন, এই গল্পের মোরাল ২টা। শুনে মা বলল " সারা জিবন আমি ১টা মোরালেই শুনে আসলাম, তুই ২টা পাইলি কই?"। আমি বললাম এই গল্পের আরেকটি মোরাল আছে, যেটা আমার দৃষ্টিতে ধরা পড়েছে আর তা হল " সুন্দর জামা কাপড় না পড়লে শেখ সাদির মত জ্ঞানি লোকেরেও কেউ দাম দেয় না। গেটের দারোয়ানও দাম দেয়না। অতএব জ্ঞানি হওয়ার সাথে সাথে সুন্দর জামা কাপড়ও পরতে হবে।

শুনে মা বল্ল" তুই উদ্ভট সব কথা বলস"

***** আমি বুঝি আমার ভাবনা ঠিকেই আছে। কিন্তু কোথায় জানি অদ্ভুত!!!!! কোথায় অদ্ভুত তার রহস্য জানার কোন মানে হয়না। প্রকৃতির সব রহস্যের সমাধান জানা উচিত নয়........................

বিষয়: বিবিধ

১৫৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377202
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:১৩
হতভাগা লিখেছেন : আগে দর্শনধারী পরে গুন বিচারি
377231
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার!
আসলেই এখন এই অবস্থা।
২৩ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:০০
313166
মোহাম্মদ রিগান লিখেছেন : হুম Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File