সর্বকালের সেরা অলরাউন্ডার কে?????

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৪ জুন, ২০১৬, ০২:৩৮:০৩ দুপুর

সাকিব আল হাসান, ক্যালিস বা আফ্রিদি নয়, আমার মতে সর্বকালের সেরা অল রাউন্ডার হচ্ছে জন গডারড। না, উনি ক্রিকেটের অল রাউন্ডার নয় । উনি জিবনের অল রাউন্ডার। ১৯৪০ সালে মাত্র ১৫ বছর বয়সে লস অ্যাঞ্জেলসে তাদের রান্নাঘরের টেবিলে বসে কি মনে করে তার জিবনের লক্ষ্য গুলোর ১টা লিস্ট করলো। নাম দিলো মাই লাইফ লিস্ট।

আজব আজব সব লক্ষ্য লিখলো সে লিস্টে। যেমন, নীল নদি পার হওয়া, বিশ্বের সেরা ৫টা নদিতে সাঁতার কাটা, ১৬ টি পর্বতের চূড়ায় অভিযান, ১টা বই লেখা। সাব মেরিন চালানো,ফ্রেন্স , স্প্যানিশ আর আরবি ভাষা শিখা, গান লিখা, রাইফেল, পিস্তল চালানো সহ আরো অনেক অদ্ভুত লক্ষ । লিস্ট করা শেষ হওয়ার পর দেখলেন তার লক্ষ মোট ১২৭ টি। এরপর

তার ৬১ বছরের জিবনে তিনি হিসেব করে দেখলেন তার ১০৯ টি লক্ষ পুরন হয়েছে। প্রথম ৮ টি অগ্রাধিকারের মধ্যে ৫টিই পুরন হয় তার । কি অসাধারন মজার জীবন তার...........................

বিষয়: বিবিধ

১৫৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371937
১৪ জুন ২০১৬ দুপুর ০৩:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
372021
১৫ জুন ২০১৬ সকাল ১১:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার মনে হয় সর্বকালের সেবা অল রাউন্ডার আপনি।
১৮ জুন ২০১৬ বিকাল ০৫:৩৯
309166
মোহাম্মদ রিগান লিখেছেন : কেনরে ভাই????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File