বদ্বীপ প্রকাশনী এবং.
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৪৪:৫৬ সন্ধ্যা
শুধু বদ্বীপ প্রকাশনীর মত ১টা ২টা প্রকাশনী বন্ধ করে ইসলামের অবমাননা করে লেখা থামানো যাবেনা। সরকারের উচিত "ব্লাসফেমী" আইন করে বাংলাদেশে ধর্ম অবমাননা বন্ধ করা। আমার কেন জানি মনে হয় নাস্তিকরা শুধু ধর্মের অবমাননাকারিই নয় , তারা বিজ্ঞানেরও অবমাননাকারি। আপনি যদি কোন বিজ্ঞানীকে বলেন কোন লোক কি পিতা ছাড়া জন্ম নিতে পারে?(ইসা(আঃ))। বিজ্ঞানী বলবে পারে বা ভবিষ্যতে হয়তো বিজ্ঞান আরো উন্নতি করলে পারবে। আর নাস্তিক বলবে না পারবেনা। মানে কি দাঁড়ালো ??? নাস্তিকরা বিজ্ঞানও মানে না...............
এখন দেখছি অনেক মানুষ(হারামি পড়ুন) বলছে নাস্তিকদের এইসব লেখা নাকি মত প্রকাশের স্বাধীনতা। তারা মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বুঝাতে চায় সেটা আমার কাছে পরিষ্কার নয়। যেমন আমি যদি এখন শেখ মুজিব বা শেখ হাসিনা বা মাওলানা ভাসানিকে অপমান করে কোন লিখা লিখি, তাহলে কি সেটাকে মত প্রকাশের স্বাধীনতা হবে ?? অবশ্যয় না। আমি নিজেও কারো বিরুদ্ধে বানিয়ে, লজিক ছাড়া কথাবার্তাকে মত প্রকাশের স্বাধীনতা মনে করিনা...............
কথিতো বুদ্ধিজীবীরাও হয়তো সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবে না। কিন্তু যখন নবী মুহাম্মদ(সঃ) কে বা শ্রী কৃষ্ণকে বা জেসাস ক্রাইস্টকে অপমান করে লেখা লিখা হবে তখন আবার সেটা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে বলা হবে???
এটা কেমন দুমুখো নীতি !!!!
মজার ব্যাপার হচ্ছে বিশ্বজুড়ে জেসাস বা মুহাম্মদ(সঃ) বা রামের যে পরিমান ভক্ত আছে সেই সংখ্যার ধারে কাছেও নাই মাওলানা ভাসানী, শেখ মুজিব বা জিয়ার ভক্ত!!!! তাহলে কেন পরিকল্পিত ভাবে ধর্ম প্রধানদের আক্রমণ করা হয়??? হাজার বছর আগে মারা গিয়েও কেন এইসব মানুষরা নাস্তিকদের চোখের বালি???? ভেবে দেখবেন আশা করি...........................
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন