ফেরাউন কত লম্বা ছিলো????? আমরা যা জানি তা কি ঠিক????

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৫:০৬ দুপুর

আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ফেরাউন নাকি ৬০ হাত বা ৬০ ফিট ছিলো। অনেক বয়স্ক লোক বলতো নিল নদের পানি নাকি ফেরাউনের কোমর পর্যন্ত হত, এমন হাজারো কাহিনি। ২০০৪-২০০৫ সালের দিকে ছোটবেলা থেকে লালিত আমার বিশ্বাসে প্রথম ধাক্কা লাগে, যখন একজনের মোবাইল ভিডিওতে দেখলাম যে ফেরাউনের মমির উচ্চতা খুব বেশি নয়। প্রথমে জানা উচিত ফেরাউন কারো নাম নয়,এটা ১টি বংশের নাম। মুসা(আঃ) কে তাড়া করা ফারাউর নাম ২য় রামসিস বলে গবেষকরা বের করেছেন। কায়রোর তাহারির জাদুঘরে রাখা আছে তার মমিটা যার উচ্চতা মাত্র ৫ ফুট ৭ইঞ্চি(দেখুন http://en.wikipedia.org/wiki/Ramesses_II#Colossal_statue) । মানে আমাদের দেশের ১ জন সাধারণ মানুষের সমান। ইচ্ছা করলে ইউটিউব বা আপনার পরিচিত কারো মোবাইলে লাশের ভিডিও দেখে আমার কথাটি মিলিয়ে নিতে পারেন

তাইলে ৬০ ফিট বা ৬০ হাতের ভ্রান্ত ধারণাটি আসলো কোথায় থেকে???

সেটা আসলো এখান থেকে যে, উত্তর মিশরের ১টা জায়গার নাম আবু সিম্বল। এখানে রামসিস তার ৪টা মূর্তি বানান যার এক একটির উচ্চতা প্রায় ৬০ ফিট। হয়তো আমাদের দেশের কোন লোক অনেক আগে মিশর গিয়েছিলেন এবং মূর্তির উচ্চতা সম্পর্কে তার এলাকার মানুষদের বলছিলেন। হয় মানুষ তখন মূর্তির ব্যাপারটা বোঝেনি বা কথা বিকৃত হয়ে মূর্তি শব্দটি বাদ পড়ে গেছে। আর মানুষ কাল ক্রমে প্রচার শুরু করলো ফেরাউনের উচ্চতা ৬০ হাত বা ফিট। আর কিছু অসচেতন এবং অল্প জানা হুজুর- মাওলানা এই আগুনে ঘি ঢেলে আমাদের একটা ভুল তথ্য শিখালো .....................

বিষয়: বিবিধ

১১৩২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359709
১৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০২
খোঁচা বাবা লিখেছেন : ধর্মান্ধ কাঠমোল্লাদের অত্যাচারে আমরা অনেক কিছুই জানিনা।
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
298347
মোহাম্মদ রিগান লিখেছেন : রাইট Crying
359725
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : আপনার অনুমান সত্য হতে পারে৷ধন্যবাদ৷
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
298348
মোহাম্মদ রিগান লিখেছেন : অনুমান??? Crying
359732
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৫
তট রেখা লিখেছেন : মাঝে মাঝে অজানাটাও কল্যাণকর। আমি ফেরাউনের ব্যাপারে এই রকম অপ-তথ্যের কোনো কিছুই কখনো শুনিনি। আলহামদুলিল্লাহ।
359756
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ,, ভালো একটি তথ্য সম্পর্কে অবগত হলাম।
359768
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর শিক্ষনিয় পোষ্টটির জন্য ধন্যবাদ। ফিরআউন কে নিয়ে গল্প বানাতে গিয়ে তাকে অতি মানবিক উচ্চতা দেওয়া হয়েছে।তবে এটা শুধু আমাদের দেশে নয় অন্যান্য দেশের উপকথায় ও সম্ভবত প্রচলিত ছিল। "১০০০০ বিসি" মুভিটিতে ফিরআউন এর মত একটি চরিত্র দেখান হয়েছে যেটা কৃত্রিম ভাবে স্বাভাবিক উচ্চতার অনেক বেশি করে সাধারন মানুষের সামনে উপস্থাপন করা হত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File