১৯৭১ সাল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ০৮ জানুয়ারি, ২০১৬, ১০:৫১:৪৪ রাত

১৯৭১ সাল

কবি সামসুর রাহমান লুকিয়ে আছে নরসিংদীর পাড়াতলি নামক এক গ্রামে।এটা কবির গ্রামের বাড়ি। কবি স্বাধীনতা নিয়ে কিছুটা উদ্বিগ্ন। দৈনিক পাকিস্তানের চাকুরী ছেড়ে উনি পালিয়ে এখানে আছে,এটা পাকিস্তানী বাহিনি জানলে সমস্যা আছে। ঢেঁকি স্বর্গে গেলেও ধান বাঁধে। কবিরা স্বর্গে গেলে লেখে কবিতা। পাড়াতলির পল্লীগ্রামে মাটির ঘরে বসে কবি ২টা কবিতা লিখেছে স্বাধীনতা নিয়ে। সেই বিখ্যাত ২ কবিতার ১টার নাম আপনারা সবাই জানেন।নাম " স্বাধীনতা তুমি"

এই পাড়াতলির গ্রামের বাড়ির পুকুরে ডুবে মারা যান কবির ছেলে। দুঃখে কবি হইহই করে একটা কবিতা লেখেন, নাম " একটি ফোটোগ্রাফ"

কবিকে আমি বাস্তবে কখনো দেখিনি। মজার ব্যাপার হচ্ছে কবির এক নাতি আমার ফ্রেন্ড, নাম নাসির । সরাসরি নাতি না, কবির ভাইয়ের নাতি। নাসিরের দেখলাম কবি সংক্রান্ত কোন আগ্রহ নেই। কবির কথা তুল্লেই তার হাই উঠে...............

এই কাহিনীটাও ১৯৭১ সালের

পাকিস্তানী আর্মির কট্টর সাপোর্টার ছারছিনার পীর সাহেব। নিয়মিত তার কাছে পাকিস্তান আর্মির অফিসারেরা আসে দোয়ার জন্য। তার এক মুরিদ ২টা ছেলেকে নিয়ে এসেছে তার মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। যদিও ছেলে ২টা ঢাকা ভার্সিটিতে পড়ে তারপরেও তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে নিয়ে আসা হয়েছে কারন এই মাদ্রাসায় ভর্তি করালে পাকিস্তান আর্মির হাত থেকে মাপ পাওয়া যাবে। সুন্দর পরিবেশে অবস্থিত এই মাদ্রাসায় যে ২ জন ছেলে পাঞ্জাবি গায়ে,টুপি মাথায় দিয়ে ভর্তি হতে গেছে ১৯৭১ সালে তাদের ১ জনের নাম হুমায়ূন আহাম্মেদ আর অপরজন তার ছোট ভাই জাফর ইকবাল। এই মাদ্রাসাই পড়েছেন বাংলাদেশের আরেকজন বিখ্যাত মানুষ, নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। আমার এক ফ্রেন্ড কাম ছোট ভাই সাইফ সে মাদ্রাসায় পড়েছে। আমি একদিন সাইদির কথা বলার পরে তার মনে হল আসলেই তো, এটা একটা বিখ্যাত ব্যাপার!!!! তার আগে মনে হয় সে ব্যাপারটা নিয়ে এমন ভাবে ভাবেনি............

মরাল অফ দ্যা কাহিনিঃ কেউ সারা জীবন হিরার পাহাড়ে থেকে হিরার মূল্য বুঝেনা। আর কেউ সারা জীবন ১টা হিরা খুঁজে পেয়ে তাকে জিবনের চেয়ে বেশি ভালোবাসে।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356501
০৮ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৬
অনেক পথ বাকি লিখেছেন : আসলেই বাস্তব কথা বলেছেন। অনেক কিছু শিখলাম। ধন্যবাদ
356503
০৮ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor ভালো লাগলো অনেক ধন্যবাদ
356510
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৪:২৮
শেখের পোলা লিখেছেন : আর এ জন্যই জনাব জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদ মুক্তি যোদ্ধা হতে পেরেছিলেন৷ আর সাঈদী সাহেব রাজাকার৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File